ট্রলকারীদের কড়া জবাব দিলেন ম্যাক্সওয়েল

ছবি: আইপিএল

তারকাখচিত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএলের প্লে-অফ পর্ব থেকে ছিটকে যাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে একের পর এক ট্রল। কেবল ক্রিকেটাররা যে ট্রলের শিকার হচ্ছেন, তা নয়। দলটির অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ড্যান ক্রিস্টিয়ানের সন্তানসম্ভবা বান্ধবীকেও আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়েছে। গোটা পরিস্থিতিতে বিরক্ত ও ক্ষুব্ধ ক্রিস্টিয়ানের স্বদেশি তারকা গ্লেন ম্যাক্সওয়েল কড়া জবাব দিলেন ট্রলকারীদের।

আগের দিন সোমবার শারজাহতে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৪ উইকেটে হেরে আইপিএল থেকে বিদায় নেয় বিরাট কোহলির নেতৃত্বাধীন বেঙ্গালুরু। এলিমিনেটর ম্যাচে বিস্ফোরক ব্যাটসম্যান ম্যাক্সওয়েল ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। ১৮ বল খেলে মাত্র ১৫ রান করেন তিনি। ক্রিস্টিয়ান ৮ বলে ৯ রান করার পর বল হাতে ছিলেন খরুচে। তার ১.৪ ওভার থেকে কলকাতা আদায় করে নেয় ২৯ রান। তার প্রথম ওভারেই তাণ্ডব চালান সুনীল নারিন। ওই ওভারে ৩ ছক্কাসহ মোট ২২ রান আসায় ম্যাচের পাল্লা হেলে পড়ে কলকাতার দিকে।

বেঙ্গালুরুর বিদায় মেনে নিতে পারছেন না দলটির ভক্ত-সমর্থকের একাংশ। ট্রলের পাশাপাশি ক্রিকেটারদের উদ্দেশ্য করে অশ্লীল ভাষাও ব্যবহার করছেন তারা। এতে ভীষণ চটেছেন ম্যাক্সওয়েল। ট্রলকারীদের 'ভয়ঙ্কর' এবং তাদের আচরণকে 'অগ্রহণযোগ্য' উল্লেখ করে তিনি টুইটারে লিখেছেন, 'সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকা আবর্জনাগুলোর মধ্যে কিছু কিছু একেবারেই ঘৃণ্য।'

বেঙ্গালুরুর সত্যিকারের ভক্তদের ধন্যবাদ জানিয়ে ম্যাক্সওয়েল যোগ করেছেন, 'আমরাও মানুষ যারা প্রতিদিনই নিজেদের সেরাটা দিয়ে থাকি। নেতিবাচকতা ছড়ানোর পরিবর্তে বরং একজন শালীন মানুষ হওয়ার চেষ্টা করুন।'

ক্রিস্টিয়ানের বান্ধবীর ইন্সট্রাগ্রাম পেইজে একদল ভক্ত-সমর্থক আক্রমণাত্মক মন্তব্য করার পর এই অজি ক্রিকেটার লিখেছেন, 'আজ রাতের (সোমবার) ম্যাচে আমি ভালো খেলিনি। এটা খেলারই অংশ। যাই হোক, দয়া করে তাকে এসবের বাইরে রাখুন।'

কলকাতার বিপক্ষেই আইপিএলে বেঙ্গালুরুর অধিনায়ক হিসেবে নিজের শেষ ম্যাচটি খেলেন কোহলি। খেলোয়াড় কিংবা অধিনায়ক- কোনো ভূমিকাতেই বেঙ্গালুরুর হয়ে আইপিএলের শিরোপা জেতার স্বাদ নেওয়া হয়নি এই ভারতীয় তারকার। ২০১৬ সালের আসরে তার নেতৃত্বে ফাইনালে উঠলেও রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল দলটিকে। অতীতে কোহলির মাঠের পারফরম্যান্সের জন্য তার স্ত্রী বলিউড তারকা আনুশকা শর্মাকেও ট্রলের শিকার হতে হয়েছে।

Comments

The Daily Star  | English

Pakistan says it has launched military offensive against India

Locked in a longstanding dispute over Kashmir, the two countries have engaged in daily clashes since Wednesday

1h ago