ডমিঙ্গোর প্রত্যাশার সঙ্গে সাকিবের ভাবনার মিল নেই

Russell Doming & Shakib Al hasan
কোচের সঙ্গে সাকিব। ছবি: ফিরোজ আহমেদ

প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর চাওয়া, সাকিব আল হাসান টেস্টে আরও ভেবেচিন্তে শট খেলবেন। ব্যাটিংয়ে খুব বেশি আগ্রাসী মনোভাব দেখাবেন না। তবে বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব জানালেন ভিন্ন ভাবনা। তার মতে, মারার বল পেলে মেরে খেলার কারণেই তিনি ব্যাট হাতে এতটা সফল।

বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত ৬২ টেস্ট খেলেছেন সাকিব। বাঁহাতি তারকা অলরাউন্ডার ১১৪ ইনিংসে ৩৯.৫০ গড়ে করেছেন ৪২২৭ রান। ২৯ ফিফটির সঙ্গে ৫ সেঞ্চুরি আছে তার নামের পাশে। ক্রিকেটের সবচেয়ে কুলীন সংস্করণে টাইগার ক্রিকেটারদের মধ্যে সাকিবের রানের গড়ই সবচেয়ে বেশি। টেস্টে তিনি শেষবার সেঞ্চুরি করেছিলেন ২০১৭ সালে, কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর খেলা ১৩ ম্যাচে ৮ হাফসেঞ্চুরি করলেও কোনোটিকে সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি তিনি।

অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সবশেষ টেস্টে দুই ইনিংসেই ফিফটি করেন সাকিব। শুরুতে তেড়েফুঁড়ে খেলার প্রবণতা দেখালেও পরে নিজেকে গুছিয়ে নেন। তবে দুবারই তিনি আউট হন আক্রমণাত্মক শট খেলতে গিয়ে। প্রথম ইনিংসে টাইমিংয়ে গড়বড় করে ছক্কা মারার চেষ্টায় কেমার রোচের বলে লং-অনে সাকিব ধরা পড়েন আলজারি জোসেফের হাতে। দ্বিতীয় ইনিংসেও তার হন্তারক ক্যারিবিয়ান পেসার রোচ। লফটেড ড্রাইভ করতে গিয়ে তিনি ক্যাচ দেন ক্রেইগ ব্র্যাথওয়েটকে।

ভাগ্য সহায় না হলে দুই ইনিংসেই সাকিব অবশ্য সাজঘরে ফিরতে পারতেন শুরুতে। প্রথম ইনিংসে দুই অঙ্কে যাওয়ার আগে এলোপাথাড়ি শট খেলে তিনি ক্যাচ তুললেও অল্পের জন্য ফিল্ডারের নাগালে যায়নি বল। দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত ৫ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন তিনি। তবে আম্পায়ার আউট না দেওয়ার পর রিভিউও নেয়নি ওয়েস্ট ইন্ডিজ। রিপ্লেতে দেখা গেছে, বল ছুঁয়ে গিয়েছিল সাকিবের ব্যাট।

সোমবার টেস্টের চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশের ৭ উইকেটে হারের পর সাকিব জানান ব্যাটিংয়ের সহজাত বৈশিষ্ট্য না পাল্টানোর কথা, 'নিজের ব্যাটিং নিয়ে আমি ইতিবাচক ছিলাম। আমি সহজ করে ভাবছিলাম। মারার বল পেলে মারব, না হলে ঠেকাব। আমি খেলার সময় পরিকল্পনা সবসময়ই এমন সাধারণ রাখি। এভাবেই আমি সফল হয়েছি। আমি এটা পরিবর্তন করব না!'

এর আগে তৃতীয় দিনের খেলা শেষে সাকিবের কাছ থেকে আরও গোছানো ব্যাটিংয়ের প্রত্যাশা জানান ডমিঙ্গো, 'সাকিবের ব্যাটিংয়ে সবসময়ই আগ্রাসন দেখা যায়। দৃঢ় সংকল্প নিয়েই সে ব্যাট করে। আমরা চাই না সে স্লগ করুক। আমাদের চাওয়া, সে ভালো ক্রিকেট শট খেলুক। আমার মনে হয়েছে, প্রতিপক্ষের বোলারদের কিছুটা চাপ ফিরিয়ে দিতে চেয়েছিল সে। তবে সে জানে যে শুরুর ওই পর্যায়টা পেরিয়ে গেলে সে যথাযথভাবে ব্যাট করবে এবং নিয়ন্ত্রণ ধরে রাখবে।'

তিনি যোগ করেন, 'সে সেঞ্চুরি করার মতো যথেষ্ট ভালো। তাকে সেঞ্চুরি করতে হবে। এখন সে সাত নম্বরে ব্যাট করছে। তবে সাধারণত সে ছয়ে ব্যাট করে। শীর্ষ ছয় ব্যাটারদের সেঞ্চুরি করতে হবে। তাই তাকে আক্রমণ ও রক্ষণের মধ্যে ভারসাম্য করতে হবে।'

Comments

The Daily Star  | English

Shahjalal International Airport Terminal-3: Operations face further delay

The launch of Dhaka airport’s third terminal faces a further delay, as the Civil Aviation Authority of Bangladesh (CAAB) is still negotiating an operation and maintenance agreement -- a prerequisite for starting services -- with a Japanese consortium.

9h ago