ড্রেসিং রুমে তাণ্ডব ওয়েডের

এবারের আইপিএল ভালো যাচ্ছে না মোটেই। প্রায় প্রতি ম্যাচেই সেট হয়ে আউট হয়ে ফিরছেন ম্যাথিউ ওয়েড। তার উপর আগের দিন ডিআরএস নিয়ে ছিলেন প্রচণ্ড ক্রুদ্ধ। আউট হওয়ার পর ড্রেসিং রুমে ফিরে মেজাজ ঠিক রাখতে পারেননি তিনি। তবে শাস্তিও পেয়েছেন এ অজি ক্রিকেটার।
বৃহস্পতিবার ওয়াংখেড়েতে আইপিএলের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ৮ উইকেটে হেরে গেছে গুজরাট টাইটান্স। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৮ রান করে তারা। জবাবে ৮ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছায় বেঙ্গালুরু। ম্যাচে ১৩ বলে ২টি চার ও ১টি ছক্কায় ১৬ রান করেন ওয়েড।
মূল ঘটনাটি গুজরাট ইনিংসের ষষ্ঠ ওভারের ঘটনা। স্বদেশী ম্যাক্সওয়েলের বলে এলবিডাব্লিউ হন ওয়েড। তবে তার ব্যাটের কোনায় লেগেছে ভেবে সঙ্গে সঙ্গেই রিভিউ নেন। কিন্তু টেলিভিশন রিপ্লেতে দেখা যায় ব্যাট বা গ্লাভসে বল লাগার কোনো প্রমাণ মিলেনি।
মূলত আলট্রা এজ টেকনোলজিতেও কিছু ধরা পড়েনি। বল ট্র্যাকিংয়ে স্টাম্পে লাগার ইঙ্গিত থাকায় স্বাভাবিকভাবেই আউট ঘোষণা করা হয় ওয়েডকে। আম্পায়ারের এ সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ওয়েড। রাগে গড়গড় করতে করতে মাঠ ছাড়েন। এরপর ড্রেসিং রুমে ঢুকে রীতিমতো তাণ্ডব চালান। প্রথমে হেলমেট ছুঁড়ে মারেন। এরপর ব্যাট দিয়ে সামনে থাকা টেবিলে আঘাত করতে থাকেন। ব্যাট ভেঙে যাওয়ার পরই শান্ত হন এ অস্ট্রেলিয়ান।
তবে সে ঘটনায় গুজরাট টাইটান্সের উইকেটরক্ষক-ব্যাটার ম্যাথিউ ওয়েডকে তিরস্কার করেছে বিসিসিআই। আইপিএলের আচরণবিধির ধারা ২.৫-এর অধীনে লেভেল ওয়ান লঙ্ঘনের জন্য ওয়েডকে দোষী সাব্যস্ত করা হয়। তবে নিজের ভুল স্বীকার করায় বড় শাস্তি হয়নি তার।
Comments