ড্রেসিং রুমে স্বাস্থ্যকর আবহ আনতে চান জালাল

আকরাম খানের কাছ থেকে জাতীয় দল পরিচালনার বড় দায়িত্ব বুঝে পেয়ে বড় চ্যালেঞ্জের সামনে জালাল ইউনূস। বিসিবির এই পরিচালক জানান, তার প্রধান লক্ষ্য বাংলাদেশ দলের ড্রেসিং রুম। সেখানে একটি স্বাস্থ্যকর আবহ আনতে চান তিনি।
বিসিবির পরিচালনা পর্ষদে জালাল অবশ্য পুরনো নাম। এতদিন তার দায়িত্ব ছিল মিডিয়া ও যোগাযোগ বিভাগ। আকরামের অনিচ্ছায় এবার তিনি পেয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানের পদ। জাতীয় দল পরিচালনা, ক্রিকেটার-কোচিং স্টাফদের ভালো-মন্দ, ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের সূচি সহ গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্তই আসবে তার বিভাগ থেকে।
গত কিছুদিন ধরেই বিতর্কের চূড়াতেও ছিল পরিচালনা বিভাগ। শুক্রবার নতুন মেয়াদের জন্য পরিচালনা পর্ষদ ঢেলে সাজান বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।
তাতে পরিচালনা বিভাগ পেয়ে উচ্ছ্বসিত জালাল জানিয়েছেন তার লক্ষ্যের কথা, 'ধন্যবাদ জানাই বোর্ড সভাপতিকে। উনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি যথাসাধ্য চেষ্টা করব পালন করার। কোনো মানুষই শতভাগ নিখুঁত নয়। আমারও হয়তো দোষ থাকবে। তবে যে ক্রাইসিসগুলো আছে এখন আমাদের, সেগুলো কাটিয়ে ওঠার ও দেশের ক্রিকেটকে সঠিক পথে আনার চেষ্টা করব। এটা আমার লক্ষ্য। আমাদের ক্রিকেটকে আমরা ঠিক পথে দেখতে চাই।'
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভেতর অনেক তেতো ঘটনার গুঞ্জন ছিল। ক্রিকেটার ও কোচিং স্টাফদের মধ্যে দূরত্বের খবরও বেরিয়ে আসে। জালাল জানান তার মূল ফোকাস হবে জাতীয় দলের ড্রেসিংরুম, 'পরিচালনা বিভাগের প্রথম কাজ হচ্ছে জাতীয় দলকে ঘিরে। জাতীয় দলের ড্রেসিং রুমে আমি স্বাস্থ্যকর একটা আবহ আনতে চাই। স্বাস্থ্যকর পরিবেশ মানে ব্যাপক একটা কথা। ক্রিকেটাররা থাকে, টিম ম্যানেজমেন্ট, স্টাফরা থাকে। তাদের নিয়ে আমরা যদি একটা ভালো পরিবেশ রাখতে পারি, তাহলে ক্রিকেট ঠিক পথে থাকবে।'
Comments