তামিমের টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা শিগগিরই?
টি-টোয়েন্টি থেকে এক ধরনের সমাপ্তি রেখা টেনেই রেখেছেন তামিম ইকবাল। বিপিএলের সময় ছয় মাসের বিরতির কথা বললেও এই সংস্করণে যে তার ফেরার সম্ভাবনা ক্ষীণ সেই আভাস অনেকবারই দিয়েছেন। তবে এবার আনুষ্ঠানিকভাবেও একটা অবসরের ঘোষণা দেখা যেতে পারে।
২০২০ সালের মার্চ মাসে সর্বশেষ বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন তামিম। এরপর নানা কারণেই এই সংস্করণ থেকে আছেন দূরে। বিরতির কারণে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেকে সরিয়ে নেন তিনি। বিশ্বকাপের পরও ফেরেননি।
তার টি-টোয়েন্টি ভবিষ্যৎ নিয়ে কথা উঠলে গত জানুয়ারি মাসে বিপিএল চলাকালীন ছয় মাসের বিরতিতে যাওয়ার ঘোষণা দেন। তখন জানান, এই সময়ে অন্যরা ভালো খেললে তার আর ফেরার দরকার হবে না।
তার ছয় মাসের সেই বিরতি শেষ হবে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে। তিনি আবার ফিরবেন কিনা এমন আলোচনার মধ্যে সম্প্রতি দ্য ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাতকারে ওয়ানডে অধিনায়ক জানান, টি-টোয়েন্টি নিয়ে চূড়ান্ত কিছু শিগগিরই জানাতে চাচ্ছেন তিনি, এরমধ্যে তা জানিয়ে দিয়েছেন ক্রিকেট বোর্ডকেও, 'টি-টোয়েন্টি নিয়ে আমার পরিকল্পনা আপনারা কমবেশি জানেন। আমি যদি কখনো কোন কিছু না খেলি, কোন ফরম্যাট না খেলি সেটা হুট করে জানাই না। অনেক আগেই জানিয়ে দেই। আমি খুবই পরিষ্কার এই ব্যাপারে। শেষ মুহূর্তে জানাই না। যেহেতু ক্রিকেট বোর্ড আমার গভর্নিং বডি। আমি আমার পরিকল্পনা তাদের জানাব। কিছুদিনের মধ্যে আপনারাও জানতে পারবেন এই ব্যাপার, তবে এরমধ্যে ক্রিকেট বোর্ড জানে।'
বুধবার চুক্তিতে আসা ক্রিকেটাররা বিসিবিতে এসে চুক্তিতে সই করেন। এরপর ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে জানান, তামিমের টি-টোয়েন্টি পরিকল্পনা তারা খুব শিগগিরই জানতে পারবেন, 'তামিমেরটা আমরা খুব শিগগিরই জানতে পারব যে সে বিশ্বকাপে এভেইলেবল কিনা। এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না।'
Comments