‘থাইল্যান্ডে যাওয়ার আগে ওয়ার্নের বুকে ব্যথা ছিল’

Australia's Ambassador to Thailand Allan McKinnon
শেন ওয়ার্নের মরদেহ অস্ট্রেলিয়ায় পাঠানো নিয়ে কাজ করছেন থাইল্যান্ডে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত অ্যালান ম্যাককিনন। ছবি: এএফপি

আকস্মিকভাবে থাইল্যান্ডের এক দ্বীপে মারা যাওয়া কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের আগে থেকেই বুকে ব্যথা ছিল। এমনটা জানিয়েছেন থাইল্যান্ডের পুলিশ।

থাইল্যান্ডের বু ফুট পুলিশ স্টেশনের কর্মকর্তা  ইউটান সিরিসবমাট সাংবাদিকদের বলেন,  'তার এজমা ছিল, এবং হার্টের সমস্যা নিয়ে তিনি চিকিৎসকের কাছেও গিয়েছিলেন। আমরা তার পরিবার থেকে জেনেছি যে অস্ট্রেলিয়ায় থাকার সময় তার বুকে ব্যথা ছিল।'

শুক্রবার রাতে কোহ সামুই দ্বীপে নিজের বাগানবাড়িতে ৫২ বছর বয়েসেই মারা যান ওয়ার্ন। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক বলা হলেও এই নিয়ে রহস্য কাটছিল না। থাই পুলিশ জানায়, ওই বাগানবাড়িতে ওয়ার্নের সঙ্গে ছিলেন আরও তিনজন। তাদের একজন ওয়ার্ন ডিনারে আসছেন না দেখে খুঁজতে ফিয়ে দেখেন তিনি অচেতন অবস্থায় পড়ে আছেন। এরপর  সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়ার চেষ্টা করেন। হাসপাতালেও নেওয়া হয়, কিন্তু লাভ হয়নি।

ওয়ার্নের ম্যানেজার জেমস ইরেসকিন ফক্স ক্রিকেটকে বলেন, তিনি তিন দিন আগেই পরিকল্পনা অনুযায়ী তিন মাসের ছুটিতে গিয়েছিলেন। ওই বাগানবাড়িতে ছিলেন ওয়ার্নের বন্ধু অ্যান্ড্রু নেপোটিও। তিনিই তাকে বাঁচানোর চেষ্টা চালিয়েছেন, 'বিকেল ৫টার সময় তাদের পানাহার করার কথা। ওয়ার্ন কখনই দেরি করেন না। ৫টা ১৫ বাজলে তিনি খোঁজ নিতে গিয়ে দেখেন ওয়ার্ন পড়ে আছে। মুখ দিয়ে সিপিআর দেওয়ার চেষ্টা করেন। ২০ মিনিট এমন চলার পর অ্যাম্বুলেন্স আসে।'

এদিকে থাইল্যান্ডের অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত অ্যালান ম্যাককিনন জানান, ওয়ার্নের মরদেহ অস্ট্রেলিয়ায় পাঠানোর প্রক্রিয়া নিয়ে কাজ করছেন তারা, 'পুলিশ স্টেশন ও কোহ সিমোই হাসপাতাল প্রক্রিয়া চালাচ্ছে। আমরা চেষ্টা করছি যাতে দ্রুত ওয়ার্নের মরদেহ অস্ট্রেলিয়ায় পাঠানো যায়।'

ওয়ার্নের ম্যানেজার পরিবারের অবস্থাও জানিয়েছেন সাংবাদিকদের, 'তার তিন সন্তানই মানসিকভাবে বিধ্বস্ত। আমি তাদের সঙ্গে কথা বলেছি। জ্যাকসন বলছে, "আমাদের মনে হচ্ছে বাবা আবার দরজা দিয়ে হেঁটে আসবেন, আমরা একটা খারাপ স্বপ্নের মধ্যে আছি।"'

ভিক্টোরিয়া রাজ্য সরকার ওয়ার্নের রাষ্ট্রিয় অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন  করছে। সেখানে তার মেয়ে ব্রুক, সামার ও ছেলে জ্যাকসন উপস্থিতি থাকবে।

Comments

The Daily Star  | English

Curfew extended in Gopalganj indefinitely

It will be relaxed for three hours between 11am and 2pm

2h ago