দক্ষিণ আফ্রিকায় টেস্টে কোহলির ডেপুটি রাহুল

চোটে পড়ে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ থেকে রোহিত শর্মা ছিটকে যাওয়ায় লোকেশ রাহুল পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। রোহিতের জায়গায় রাহুলকে টেস্ট দলের সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে ভারত।
এতে করে ভারতের টেস্ট দলে রাহুলের জায়গা আরও পাকাপোক্ত হলো। গত দুই বছর ধরে রোহিতের সঙ্গী হিসেবে ওপেনিংয়ে মায়াঙ্ক আগারওয়াল, শুভমান গিল, পৃথ্বী শরাই বিবেচিত হচ্ছিলেন। তবে ইংল্যান্ড সফরের পরই বদলে গেছে চিত্র। নটিংহ্যামে ৮৪ রান করার পর লর্ডসে সেঞ্চুরি করেছিলেন রাহুল।
ওপেনিং সঙ্গী রোহিত না থাকায় মায়াঙ্ককে নিয়ে দক্ষিণ আফ্রিকায় ভারত ইনিংস শুরু করতে পারেন রাহুল।
এই সিরিজের আগ পর্যন্ত টেস্টে ভারতের নিয়মিত সহ-অধিনায়ক ছিলেন আজিঙ্কা রাহানে। তবে বাজে ফর্মের কারণে তিনি হারিয়েছেন সেই জায়গায়। ওয়ানডে ও টি-টোয়েন্টির স্থায়ী অধিনায়কত্বের পাশাপাশি রোহিতকে দেওয়া হয় টেস্টের সহ-অধিনায়কত্ব। তবে নিজের প্রথম নেতৃত্বের ট্যুরেই ধাক্কা খান রোহিত। হ্যামস্ট্রিংয়ের চোটে তিনি নেই টেস্ট সিরিজে। ওয়ানডেতে অবশ্য তার নেতৃত্বেই খেলতে দেখা যাবে ভারতকে।
২৬ ডিসেম্বর বক্সিং ডেতে সেঞ্চুরিয়নে শুরু হবে ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্ট।
ভারতের টেস্ট স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, চেতশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, প্রিয়াঙ্ক পাঞ্চাল, শ্রেয়াস আইয়ার, হনুমা বিহারি, রিশভ পান্ত, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব, জাসপ্রিট বুমরাহ, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ।
Comments