‘দায়িত্বই তো দেইনি, ছাড়বে আবার কি?’

Nazmul Hasan Papon
বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি চলাকালীন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ছবি: ফিরোজ আহমেদ

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানের পদ থেকে পারিবারিক কারণে সরে যাওয়ার কথা জানিয়েছিলেন আকরাম খান। তবে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন বলছেন, সর্বশেষ নির্বাচনের পর নতুন করে এখনো কাউকে দায়িত্বই দেওয়া হয়নি। সরে যাওয়ার প্রশ্নই তাই আসে না। আকরাম এই পদে থাকছেন কিনা তা জানা যাবে ২৪ ডিসেম্বর।  সেদিনই নতুন কার্যকরী কমিটি গঠন করবেন নাজমুল।

সাবেক অধিনায়ক আকরামের স্ত্রী সাবিনা আকরাম ফেসবুকে এক স্ট্যাটাসে এই পদ থেকে আকরামের সরে যাওয়ার কথা জানান। মঙ্গলবার নিজ বাসার সামনে গণমাধ্যমে হাজির হয়ে পারিবারিক কারণে সরে যাওয়ার কথা নিশ্চিত করেন আকরামও। তবে পদত্যাগের আগে বিসিবি সভাপতির সঙ্গে আলাপ করার কথাও জানিয়েছিলেন তিনি।

বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পরিচালকদের নিয়ে জরুরী সভায় বসেন নাজমুল। সভা শেষে বেরিয়ে তিনি জানান আকরামের পদ ছাড়ার খবরটা আসলে যোগাযোগের ঘাটতির ফল, 'এখানটায় আমার মনে হয় যোগাযোগের ঘাটতি আছে। প্রথম কথা হচ্ছে আমরা এখনো কমিটিই তৈরি করিনি। কাজেই এটা ছাড়বে কি? আর যেটাতে ছিল ওটা তো শেষ। শেষ হওয়ার পর আবার ছাড়া যায় নাকি?'

নাজমুল জানান গণমাধ্যমে দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা বললেও এই ব্যাপারে তার পরামর্শ মেনেই চলবেন আকরাম , 'ব্যাপার হচ্ছে অন্তর্বর্তীকালীন আকরাম চালিয়ে যাচ্ছে। আমি গণমাধ্যমে দেখে ভেবেছিলাম বোধহয় এই সময়টায় ও থাকতে চাচ্ছে না। পরে কথা বললাম, ও বলল আট বছর থেকে ছিল এটাতে প্রচুর কাজ। সে বলেছে এটাতে যেহেতু এত কাজ অন্য কোনটায় দিলে তার আপত্তি নাই। থাকব না এটা না। তারপর বলেছে আপনি যেটা বলেন সেটাই চূড়ান্ত। এমন না যে ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিবে নাথিং লাইক দ্যাট।'

আকরামের ছেড়ে দেওয়া থেকেও এই জায়গায় কাকে দায়িত্ব দিবেন সেটা নিয়েই বেশি চিন্তা বিসিবি সভাপতির,  'প্রথম কথা হলো এটা নিয়ে আমি চিন্তাই করিনি। ছেড়ে দেওয়াটা বড় কথা না। কাকে দিব এটা হলো বড় কথা। একজনকে ছেড়ে দিলে আরেকজনকে দিতে হবে, এমন একজনকে দিতে হবে যে নাকি এটা করতে পারবে এবং করতে চায়। দুটোই গুরুত্বপূর্ণ।'

২৪ তারিখ কার্যকরী কমিটিতে অবধারিত কিছু বদল আসবে। কিন্তু বড় বদল আসবে কিনা সে বিষয়ে রহস্য রেখে দিলেন নাজমুল, 'আমার কাছে কারো কোন আগ্রহ থাকলে পাঠাতে পারে। ইটস নট অনলি অপারেশন্স। যেকোনো পদে। ওটা যে দিব বা পাবে এমন গ্যারান্টি নাই। কিন্তু জাস্ট জানার জন্য। বদল হবে এটাও বলছি না, বদল হবে না এটাও বলছি না।'

ক্রিকেট পরিচালনা বিভাগের কার্যক্রম নিয়ে সমালোচনা থাকলেও তাতে ভিন্ন মত বোর্ড সভাপতির। তার মতে অনেকগুলো দিক সামলে আকরাম সফল ছিলেন। তাকেই এই পদে রেখে দেওয়ার জোরালো আভাসও দিয়েছেন তিনি।

এর আগে দুই দফায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান ছিলেন আকরাম। গত ৬ অক্টোবর শেষ নির্বাচনেও পরিচালক নির্বাচিত হন তিনি। ওই নির্বাচনের আড়াই মাস পেরিয়ে গেলেও নতুন করে কার্যকরী কমিটি গঠন করেনি বিসিবি।

Comments

The Daily Star  | English
Hasnat Abdullah calls for rally to ban Awami League

Hasnat calls for mass rally after Juma prayers demanding AL ban

The announcement came during an ongoing protest programme that began last night in front of Jamuna.

2h ago