দুই বছরের জন্য বাংলাদেশের স্পিন বোলিং কোচ হেরাথ

এর আগে স্বল্প মেয়াদে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ ছিলেন রঙ্গনা হেরাথ। মাঝে এক সিরিজে তাকে না পেলেও ফের বাংলাদেশের সঙ্গে যুক্ত হচ্ছেন এ লঙ্কান কিংবদন্তি। দুই বছরের চুক্তিতে বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন ৪৩ বছর বয়সী এ সাবেক লঙ্কান স্পিনার।

এর আগে স্বল্প মেয়াদে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ ছিলেন রঙ্গনা হেরাথ। মাঝে এক সিরিজে তাকে না পেলেও ফের বাংলাদেশের সঙ্গে যুক্ত হচ্ছেন এ লঙ্কান কিংবদন্তি। দুই বছরের চুক্তিতে বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন ৪৩ বছর বয়সী এ সাবেক লঙ্কান স্পিনার।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, 'শ্রীলঙ্কার সাবেক স্পিন কিংবদন্তি রঙ্গনা হেরাথ জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে দুই বছরের মেয়াদে চুক্তি করতে সম্মত হয়েছেন। নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের কোচিংয়ে যোগ দেবেন হেরাথ। তার চুক্তির মেয়াদ ২০২৩ সালের নভেম্বরের শেষ পর্যন্ত।'

এর আগে গত জুলাইয়ে জিম্বাবুয়ে সিরিজে প্রথম বাংলাদেশ দলের দায়িত্ব পালন করেন হেরাথ। এরপর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ এবং আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের স্পিন পরামর্শক ছিলেন তিনি। তবে এবার লম্বা সময়ের জন্য তাকে পাচ্ছেন সাকিব-নাসুমরা। ভারতে ২০২৩ সালের বিশ্বকাপ পর্যন্ত থাকছেন তিনি। 

নতুন চুক্তিতে নিউজিল্যান্ড সিরিজ থেকেই শুরু করতে যাচ্ছেন হেরাথ। আজ দিবাগত রাতে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। খুব শীগগিরই নিউজিল্যান্ডের উদ্দেশ্য রওনা হবেন হেরাথ। যোগ দেবেন দলের সঙ্গে।

টেস্ট ইতিহাসের সবচেয়ে সফল বাঁহাতি বোলার হেরাথ। দুই দশকের ক্যারিয়ারে ৯৩ টেস্টে ৪৩৩ উইকেট পেয়েছেন তিনি। এছাড়া ৭১ ওয়ানডেতে ৭৪টি এবং ১৭টি টি-টোয়েন্টিতে ১৮টি উইকেট নিয়েছেন এ লঙ্কান।

Comments

The Daily Star  | English

Labour bill sent to freezer

In an almost unheard-of move, President Mohammed Shahabuddin has sent a bill back to parliament for reconsideration and the bill is the newly amended labour law.

57m ago