দুই ভেন্যুতে রোববার শুরু হচ্ছে বিসিএল

ফ্রেঞ্চাইজি প্রথম শ্রেণীর আসর বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) শুরু হচ্ছে রোববার। চার দলের এই আসরের প্রথম রাউন্ডে খেলা হবে রাজশাহী ও চট্টগ্রামে। দ্বিতীয় রাউন্ড ও ফাইনাল খেলার ভেন্যু হিসেবে রাখা হয়েছে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামকে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন বিসিবি দক্ষিণাঞ্চলের বিপক্ষে খেলবে ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লড়বে ওয়ালটন মধ্যাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চল।
১৯ ডিসেম্বর দ্বিতীয় রাউন্ডে চট্টগ্রামে খেলবে বিসিবি দক্ষিণ ও উত্তরাঞ্চল। মিরপুরে ইসলামি ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে খেলবে ওয়ালটন মধ্যাঞ্চল।
২৬ ডিসেম্বর তৃতীয় রাউন্ডে চট্টগ্রামে বিসিবি দক্ষিণাঞ্চলের বিপক্ষে খেলবে ওয়ালটন মধ্যাঞ্চল। ওই রাউন্ডে বিসিবি উত্তরাঞ্চল ও ইসলামি ব্যাংক পূর্বাঞ্চলের মধ্যেকার ম্যাচের ভেন্যু চূড়ান্ত হয়নি। সম্ভাব্য ভেন্যু হিসেবে রাজশাহী, সিলেট ও বগুড়াকে রাখা হয়েছে।
এবার সিঙ্গেল লিগ ভিত্তিতে হবে বিসিএলের চারদিনের আসর। পয়েন্ট টেবিলের সেরা দুই দল ২ জানুয়ারি মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে লড়বে। ফাইনাল ম্যাচ হবে পাঁচদিনের।
বিসিএলে এবার হবে ওয়ানডে টুর্নামেন্টও। চারদিনের আসর শেষ হলেও চার দলকে নিয়ে ওয়ানডে টুর্নামেন্টটি হওয়ার কথা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
বিসিএলের সবগুলো ম্যাচই পিচভিশন প্রযুক্তিতে বিসিবি লাইভ ইউটিউব চ্যানেলে সরাসরি দেখা যাবে।
Comments