'দেশের জন্য খেলতে গিয়ে ইনজুরড হতেই পারি'

Taskin Ahmed
উইকেট নিয়ে তাসকিন আহমেদের উল্লাস। ছবি: টুইটার

ইনজুরির সঙ্গে সখ্যতাটা বেশ জমে উঠেছে তাসকিন আহমেদের। এক সিরিজ ভালো গেলেই যেন পরের সিরিজে ইনজুরিতে পড়া চাই-ই চাই। আরও একটি ইনজুরি থেকে সেরে উঠে এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এ পেসার। তবে দেশের জন্য খেলতে গিয়ে ইনজুরিতে পড়লেও আক্ষেপ নেই এ তারকার।

বাংলাদেশ জাতীয় দলে বেশ হাঁকডাক ফেলেই এসেছিলেন তাসকিন। অভিষেক ম্যাচেই গতির ঝড় তুলে ফাইফার। তখন তো টাইগারদের পেস বোলিংয়ের নেতৃত্বই দিয়েছেন তিনি। কিন্তু কিছুদিন না যেতেই ইনজুরি পেয়ে বসে তাকে। তাতে নিজের ধার হারাতে বসেছিলেন। ২০১৭ সালে তো ছিটকে যান জাতীয় দল থেকে। জায়গা হয়নি ২০১৯ বিশ্বকাপেও।

তবে তাতে দমে যাননি তাসকিন। নিয়মিত ঘাম ঝরিয়েছেন অনুশীলনে। উন্নতি করেছেন ফিটনেসে। তার ধারাবাহিকতায় ফিরে পেয়েছেন পুরনো সেই গতি, সেই ধার। এরপর দুর্দান্ত পারফরম্যান্স করেই ফিরেছেন। কিন্তু চোট এখনও পিছু ছাড়েনি তার। দক্ষিণ আফ্রিকা সিরিজে গিয়ে ফের ইনজুরিতে পড়েন।

যে কেউ যখন তখন ইনজুরিতে পড়তে পারেন বলেই মনে করেন এ পেসার। মাঠে শতভাগ দেওয়ার ক্ষেত্রে কোনো আপোষ করবেন না বলেই জানান তিনি, 'আসলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ইনজুরি হতে পারে। আপনিও এখন হাঁটতে গিয়ে পা মচকায়ে পড়ে যেতে পারেন (হাসি)। তো এইটা আসলে ভয় পেয়ে লাভ নাই, ইনজুরি হতেই পারে। যখন খেলতে নামব শতভাগ দিয়েই চেষ্টা করব।'

আর দেশের জন্য খেলতে গিয়ে ইনজুরিতে পড়তেই পারেন বলে মনে করেন তাসকিন। পড়লে আবার নতুন উদ্যমে ফিরে আসার চেষ্টায় নামবেন এ তারকা, 'ইনজুরি হলে আবার রিহ্যাব করে আবার (ফিরে) আসব। এটা হতেই পারে। এখন প্রশ্ন যদি এমন হয়, আপনি কেন বারবার ইনজুরড হন, তাহলে তো... দেশের জন্য খেলতে গিয়ে ইনজুরড হতেই পারি। হলে আবার চেষ্টা করব এইটাই।'

অবশ্য পেসারদের ইনজুরিতে পড়ার প্রবণতা নতুন কিছুই নয়। সব দেশের পেসাররাই এ শঙ্কায় ভুগে থাকেন। যে কারণে আধুনিক ক্রিকেটে পেসারদের বাড়তি বিশ্রাম দিয়ে থাকে দলগুলো। বিশেষ করেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, এমনকি ভারতও। এছাড়া সংস্করণ ভেদেও বিশ্রাম দেওয়া হয় পেসারদের। ভিন্ন সংস্করণের জন্য ভিন্ন পেসারদের বাছাই করা হয়।

তাসকিন অবশ্য সব সংস্করণ খেলতেই আগ্রহী, 'আমি সব সংস্করণ খেলতে চাই, ভাই...সব সংস্করণ। যদি কখনও দেখি পারছি না, তখন বলব। কিন্তু এখন আসলে মনে হয় না। এখন আসলে ফিট হয়ে ভালোমতো খেলার সঠিক সময়। আমার স্বপ্ন আসলে ওয়ার্ল্ডক্লাস হতে চাই। এখনও আসলে ঐ সময় আসে নাই যে আমার বিশ্রাম প্রয়োজন। যদি কখনও মনে হয় না ম্যানেজ করতে পারছি না তখন, কিন্তু এখনও ঐ সময় হয় নাই৷'

Comments

The Daily Star  | English

Trump says no summit deal reached with Putin over ending war in Ukraine

The anticlimactic end to the closely watched summit was in stark contrast to the pomp and circumstance with which it began

1h ago