দ্বিতীয় দিনেই পরাজয় দেখছে ইংল্যান্ড

দিনের শুরুতে জেমস অ্যান্ডারসনের অসাধারণ বোলিংয়ে তৃতীয় টেস্টে ভালো কিছুর স্বপ্ন দেখেছিল ইংল্যান্ড। কিন্তু দিন যতো এগোতে থাকে ততোই হতাশা বাড়তে থাকে দলটির। শেষ পর্যন্ত ৮২ রানের লিড পেয়ে যায় অস্ট্রেলিয়া। আর এই লিডেই ইনিংস হারের শঙ্কায় পড়েছে ইংলিশরা।

মেলবোর্নে সোমবার দ্বিতীয় দিন শেষে ৫১ রানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩১ রান তুলতেই টপ অর্ডারের চারটি উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৬৭ রানে অলআউট হয় অজিরা।

আগের দিনের ১ উইকেটে ৬১ রান নিয়ে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার এদিনের শুরুটা ভালো হয়নি। শুরুতেই ফিরে যান নাইটওয়াচম্যান নাথান লায়ন। এরপর আগের টেস্টের সেঞ্চুরিয়ান মার্নাস লাবুশেনকে ছাঁটাই করেন মার্ক উড। আর স্টিভ স্মিথকে অ্যান্ডারসন বোল্ড করে দিলে দারুণভাবেই ম্যাচে ফেরে ইংলিশরা।

তবে পঞ্চম উইকেটে ট্রাভিস হেডকে নিয়ে দলের হাল ধরেন ওপেনার মার্কাস হ্যারিস। ৬১ রানের জুটিতে চাপ কাটিয়ে ওঠার চেষ্টা করেন। এ জুটি ভাঙতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও শেষদিকে লেজের দুই ব্যাটার অধিনায়ক প্যাট কামিন্স ও মিচেল স্টার্কের ব্যাটে ভালো লিড পেয়ে যায় অস্ট্রেলিয়া।

দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস খেলেন হ্যারিস। ১৮৯ বলে ৭টি চারের সাহায্যে এ রান করেন তিনি। হেড খেলেন ২৭ রানের ইনিংস। ২৪ রানে অপরাজিত থাকেন স্টার্ক। ইংলিশদের পক্ষে ৩৩ রানের খরচায় ৪টি উইকেট পান অ্যান্ডারসন। এছাড়া ২টি করে উইকেট নেন ওলে রবিনসন ও মার্ক উড। 

৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই স্টার্কের তোপে পড়ে ইংল্যান্ড। এরপর বল হাতে নিয়ে তোপ দাগান অভিষিক্ত স্কট বোল্যান্ডও। ফলে দলীয় ২২ রানেই টপ অর্ডারের চার উইকেট হারিয়ে বড় বিপদে পড়েছে সফরকারীরা।

অধিনায়ক জো রুট ছাড়া আর কোনো ব্যাটারই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। ইংলিশদের আশা জিইয়ে রেখে এখনও উইকেটে আছেন ব্যক্তিগত ১২ রানে। অধিনায়কের সঙ্গে ২ রানে উইকেটে আছেন বেন স্টোকস। অস্ট্রেলিয়ার পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক ও অভিষিক্ত স্কট বোল্যান্ড।

Comments

The Daily Star  | English

Govt condemns attack on Nur

Reaffirms its commitment to holding the national election in the first half of February 2026

55m ago