দ্বি-পাক্ষিক সিরিজ কমিয়ে দিতে বললেন শাস্ত্রী

ravi shastri
রবি শাস্ত্রী। ফাইল ছবি

ওয়াসিম আকরাম বলছেন, ক্রিকেটারদের কাছে গুরুত্ব কমে যাওয়ায় ওয়ানডে সংস্করণটাই বিলুপ্ত করে দেওয়া হোক। উসমান খাওয়াজারা দেখছেন মরে যাচ্ছে ওয়ানডে ক্রিকেট। তবে তাদের সঙ্গে একমত নন রবি শাস্ত্রী। ভারতের সাবেক ক্রিকেটার, কোচ ও নামী ধারাভাষ্যকারের মতে ওয়ানডে, টি-টোয়েন্টি দুই বিশ্বকাপ রেখে কমিয়ে দেওয়া হোক দ্বি-পাক্ষিক সব সিরিজ। কারণ এসব সিরিজের ফল কেউই আসলে মনে রাখে না।

ঠাসা সূচির ক্লান্তিতে বেন স্টোকসের ওয়ানডে ছেড়ে দেওয়া, টি-টোয়েন্টি লিগের কারণে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সুপার লিগের পয়েন্ট ছেড়ে দেওয়া সাম্প্রতিক সময়ে ৫০ ওভারের গুরুত্ব নিয়ে তুলে প্রশ্ন।

পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম তো রীতিমতো ওয়ানডেই বিলুপ্ত করার মত দিয়ে বসেছেন। দৈনিক আনন্দবাজারের সঙ্গে আলাপে এই নিয়ে ভিন্ন মত শাস্ত্রীর।

ইংল্যান্ডে ধারাভাষ্য দিতে যাওয়া এই সাবেক ক্রিকেটার বলেন এখনো ওয়ানডে চ্যাম্পিয়নের ভেল্যুই বেশি,  'না না (ওয়ানডে বিলুপ্তি)।  ভুলে গেলে চলবে না পঞ্চাশ ওভারের ওয়ান ডে চ্যাম্পিয়নকেই কিন্তু এখনও বিশ্বচ্যাম্পিয়ন বলা হয়।'

'বিশ্বকাপ রাখতেই হবে। বিশ্বকাপ রাখতে গেলে পুরোপুরি কীভাবে ওয়ানডে ফরম্যাট তুলে দেওয়া সম্ভব?'

২০ ও ৫০ ওভারের দুই বিশ্বকাপ রেখে অহেতুক দ্বি-পাক্ষিক সিরিজে কাটছাঁট করতে বলছেন তিনি,  'আমার কথা হলো বিশ্বকাপ রাখেন। পঞ্চাশ ও কুড়ি ওভারের দুটো বিশ্বকাপই থাকুক। বরং দ্বি-পাক্ষিক সিরিজ কমিয়ে দেওয়া হোক। আমি সাত বছর ধরেই এটা বলে চলেছি।'

এই তারকার মতে একের পর এক চলমান দ্বি-পাক্ষিক সিরিজ নিয়ে মানুষের আগ্রহ তলানিতে। এসব সিরিজের ফলও কেউ মনে রাখে না,  'ওয়ানডে বা টি-টোয়েন্টি দ্বি-পাক্ষিক সিরিজে কী হচ্ছে, সেই ফল কেউই মনে রাখে না। বিশ্ব চ্যাম্পিয়ন কে সেটা ঠিকই লোকে বলে দিবে।'

দ্বি-পাক্ষিক সিরিজের জায়গায় বরং আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি আসর বাড়ানোর পক্ষে শাস্ত্রী,  'দ্বি-পাক্ষিক সিরিজ কমিয়ে আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি আসর বাড়িয়ে দেওয়া হোক। দরকার হলে দুটো আইপিএল করো। অন্যান্য দেশেও টি-টোয়েন্টি লিগ বাড়তে পারে। ফ্র্যাঞ্চাইজি লিগ লোকে দেখে। আইপিএলের সাফল্য সেটাই প্রমাণ করে।'

Comments

The Daily Star  | English

Bangladesh tops sea arrivals to Italy

The number of Bangladeshis crossing the perilous Mediterranean Sea to reach Italy has doubled in the first two months this year in comparison with the same period last year.

4h ago