নতুন চ্যালেঞ্জে লিটনের পুরনো মিশন

Litton Das
ছবি: বিসিবি

আগের দিন আইসিসি র‍্যাঙ্কিংয়ে লিটন দাস পেয়েছেন বড় সুখবর। দারুণ ছন্দে থাকায় দেশের ইতিহাসের সর্বোচ্চ রেটিং আর সেরা অবস্থানে বসেছেন তিনি। পরের দিলেন পেলেন টেস্ট দলের সহ-অধিনায়কত্ব। স্ত্রীকে নিয়ে লন্ডনে ছুটি কাটাতে থাকা এই ক্রিকেটার এই খবরে দিয়েছেন নিজের প্রতিক্রিয়া।

মুমিনুল হক নাটকীয়ভাবে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ায় নতুন অধিনায়কের আলোচনায় ছিলেন লিটনও। শেষ পর্যন্ত সাকিব আল হাসানকে অধিনায়ক করে  তাকে দেওয়া হয়েছে সহকারির পদ। এতেও অবশ্য লিটনের উপর বিসিবির আস্থার ছবি পরিষ্কার। তিনি যে আগামীর নেতৃত্বের বিবেচনায় আছেন সেটা জানান দেওয়া হয়েছে।

লন্ডনে ছুটি কাটাতে থাকা লিটন সাকিবের সঙ্গে তার জুটির একটি ছবি দিয়ে লিখেছেন,  'নতুন দায়িত্ব, নতুন চ্যালেঞ্জ, মিশন কিন্তু আগেরটাই- বাংলাদেশকে ম্যাচ জেতানো।'

Liton Das & Shakib Al Hasan
বাংলাদেশ টেস্ট দলের নতুন অধিনায়ক ও সহ-অধিনায়ক। ছবি: ফিরোজ আহমেদ

মুমিনুলের নেতৃত্বের সময়টাতেও মাঠে ভীষণ সম্পৃক্ত থাকতে দেখা গেছে লিটনকে। উইকেটের পেছন থেকে ফিল্ডিং সাজানোর কাজটা করেছেন তিনি। গুরুত্বপূর্ণ সময়ে অধিনায়কের পাশে তাকে দেখা গেছে অহরহ।

যদিও মাঠের বাইরে লিটনের অন্তর্মুখী স্বভাবের কথা উল্লেখ করে তাকে নেতৃত্বে চাননি টিম ডিরেক্টর খালেদ মাহমু্দ সুজন। কিন্তু জানা গেছে, লিটনকে সহ-অধিনায়ক পদে পেতে চেয়েছিলেন সাকিবই।

লিটনকে লিডিং গ্রুপে রাখার পেছনে কাজ করেছে তার সাম্প্রতিক ফর্ম। চলতি বছর টেস্টে সারা বিশ্বের মধ্যেই দ্বিতীয় সর্বোচ্চ রান তার। এখন পর্যন্ত ৬ টেস্টে ২ সেঞ্চুরি আর তিন ফিফটিতে ৫৫.৮০ গড়ে করেছেন ৫৫৮। বাংলাদেশের অন্যকেউ ৪০০ রানও করেননি এই সময়ে।

সবশেষ ১৩ টেস্টে  ৫২.৩৬ গড়ে তার রান ১ হাজার ১৫২। যার ধারেকাছেও নেই বাংলাদেশের কেউ। পারফরম্যান্সের পুরস্কার লিটন পাচ্ছিলেন আইসিসি র‍্যাঙ্কিংয়ে। এবার দলের দায়িত্বের ভারও পড়ল তার উপর। নতুন ভূমিকায় লিটন কেমন করে তা দেখতে কৌতূহল থাকবে মানুষের।

Comments

The Daily Star  | English

Retired officials’ promotions plunged civil service into crisis

One year into the interim government’s tenure, the public administration ministry remains in disarray

9h ago