নতুন শুরুর আগ মুহূর্তেই ধাক্কা খেলেন রোহিত

ওয়ানডে ও টি-টোয়েন্টির পূর্ণ অধিনায়কত্ব পাওয়ার পাশাপাশি ভারতের টেস্ট দলেরও সহ-অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা। নতুন এক যাত্রার অপেক্ষাতেই ছিলেন তিনি। কিন্তু আচমকা চোট সেই যাত্রার পথে দিল ধাক্কা।
হ্যামস্ট্রিংয়ের চোটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে তাই ছিটকে গেছেন রোহিত। তার বদলে দলে নেওয়া হয়েছে গুজরাটের ওপেনার প্রিয়াঙ্ক পাঞ্চালকে।
সোমবার বিবৃতিতে বিসিসিআই জানায় এই খবর, 'মুম্বাইতে অনুশীলনের সময় ভারতীয় দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ় থেকে তিনি ছিটকে গেছেন। তার বদলে প্রিয়ঙ্ক পঞ্চালকে দলে নেওয়া হয়েছে।'
রোহিতের বদলি হিসেবে পাঞ্চালের ভারতের দলে জায়গা পাওয়া বেশ চমকের। বেশ কিছুদিন ধরেই ভারতের জাতীয় দলের কাছাকাছি ঘুরঘুর করছিলেন পশ্চিমবঙ্গের ওপেনার অভিমন্যু ঈশ্বরন। রানও পাচ্ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকা সফরে 'এ' দলের হয়ে সেঞ্চুরি করেও লাভ হলো না। ওই সফরে তারচেয়ে কম রান করেও ডাক পেয়ে গেছেন পাঞ্চাল।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে 'এ' এক সেঞ্চুরি ও এক ফিফটিতে ২০৫ রান করেন ইশ্বরন। ওই সফরেই এক ফিফটিতে ১২০ রান করেন পাঞ্চাল।
প্রথম শ্রেণিতে ঈশ্বরনের চেয়ে অবশ্য অভিজ্ঞতা বেশি পঞ্চালের। ১০০টি ম্যাচ খেলে তার রান ৭০১১। ২৪টি সেঞ্চুরিও রয়েছে। অন্য দিকে ঈশ্বরন খেলেছেন ৬৭টি প্রথম শ্রেণির ম্যাচ। তার রান ৪৬০৬। সেঞ্চুরি ১৪টি, ফিফটি ১৯টি।
Comments