নিউজিল্যান্ড অবশ্যই নার্ভাস থাকবে: ডমিঙ্গো

গত সাড়ে চার বছরের বেশি সময়ে এমন কঠিন পরিস্থিতির মুখে পড়েনি নিউজিল্যান্ড। নিজেদের মাটিতে সবশেষ আট টেস্ট সিরিজের সবকটিতে জিতেছে তারা। এমনকি কোনোটিতেই পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিতে হয়নি তাদের। তবে এবার বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার চোখ রাঙাচ্ছে তাদের।
আগামীকাল রোববার ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল। হ্যাগলি ওভালে প্রথম দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়। মাউন্ট মঙ্গানুইতে প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারী মুমিনুল হকের দল।
সিরিজ বাঁচানোর লড়াই হওয়ায় নিউজিল্যান্ড চাপে থাকবে বলে মনে করছেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। ম্যাচের আগের দিন শনিবার সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, 'তারা (নিউজিল্যান্ড) একটি মানসম্পন্ন দল এবং তারা (আমাদের) আঘাত করবে। তবে এই টেস্ট ম্যাচে নামার আগে তারা অবশ্যই নার্ভাস থাকবে। তারা কয়েক দিনের জন্য বিরতি পেয়েছে কিন্তু ঘুরে দাঁড়ানোর জন্য এটা খুব বেশি সময় নয়।'
'আপনি যখন টেস্ট ক্রিকেট খেলেন, তখন (ঠিক-ভুলের) ব্যবধান খুবই কম থাকে। আর তাদের (নিউজিল্যান্ডের) জানা থাকবে যে এই ম্যাচে জিততে এবং সিরিজে সমতা আনতে গেলে তাদের সেরা খেলাটা খেলতে হবে। এটা (ভালো খেলার চাপ) আমাদের পক্ষে কাজ করতে পারে। এখানে (নিউজিল্যান্ডের মাঠে) বাংলাদেশ তাদেরকে হারিয়ে দেবে, এমন প্রত্যাশা ছিল না। নিজেদের মাটিতে খেলা হওয়ায় তারা সম্ভবত কিছুটা চাপের মধ্যে থাকবে।'
ঘরের মাঠে নিউজিল্যান্ড শেষবার টেস্ট সিরিজ হেরেছিল ২০১৭ সালের মার্চে। তিন ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে তারা পরাস্ত হয়েছিল ১-০ ব্যবধানে। আর এশিয়ার কোনো দলের বিপক্ষে গত ১১ বছরে কোনো টেস্ট সিরিজ হারেনি তারা। ২০১১ সালে নিউজিল্যান্ড সফরে ১-০ ব্যবধানে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতেছিল পাকিস্তান।
Comments