নিউজিল্যান্ড পৌঁছে কোয়ারেন্টিনে মুমিনুলরা

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে খেলে বুধবার দিবাগত রাতেই বিমানে চড়েছিলেন ক্রিকেটাররা। দীর্ঘ বিমান ভ্রমণ, ট্রানজিট মিলিয়ে শুক্রবার বাংলাদেশ ভোরে ক্রাইস্টচার্চ পৌঁছেছে বাংলাদেশের টেস্ট স্কোয়াড।
বিসিবি জানায়, বাংলাদেশ সময় ভোর পাঁচটায় ক্রাইস্টচার্চ পৌঁছান ক্রিকেটাররা। সেখানেই শুরু হয়েছে ক্রিকেটারদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন। সাতদিনের কোয়ারেন্টি শেষে নিউজিল্যান্ডের স্বাস্থ্যবিধির নিয়ম অনুযায়ী কোন রকম সুরক্ষা বলয় ছাড়া মুক্তভাবে চলাফেরা করতে পারবেন ক্রিকেটাররা।
নিউজিল্যান্ড পৌঁছে পেস বোলার তাসকিন আহমেদ জানিয়েছেন তাদের হালনাগাদ, 'আল্লাহর রহমতে ঢাকা থেকে এখন আমরা নিউজিল্যান্ডে এসে পৌঁছালাম। যদিও অনেক লম্বা ফ্লাইট ছিল। এখন আমাদের কোয়ারেন্টিন শুরু হবে। সাতদিন রুম কোয়ারেন্টিন হবে। যদিও জিনিসটা কঠিন হবে। ঠিকাছে দেশের জন্য সব কিছু করতে প্রস্তুত। আশা করি সামনের দিনগুলো ভাল কাটবে। সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি এবং নিজের সেরাটা দিয়ে যেন ভাল খেলা উপহার দিতে পারি।'
মহামারি কালে এই নিয়ে দ্বিতীয়বার নিউজিল্যান্ড গেল বাংলাদেশ। গত বছর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছিল। এবার খেলবে দুই টেস্টের সিরিজ।
১ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট হবে মাউন্ট মাঙ্গানুইতে। ৯ জানুয়ারি দ্বিতীয় টেস্টের ভেন্যু ক্রাইস্টচার্চ। দুই টেস্টের আগে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে মুমিনুল হকের দল।
বাংলাদেশ টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ফজলে মাহমুদ রাব্বি, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরী, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, আবু জায়েদ চৌধুরি, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, শরিফুল ইসলাম।
Comments