নিজেকে ভাগ্যবান মনে করছেন শামীম

যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার হিসেবে দেশের ক্রিকেটে নাম-ডাক পরিচিতি হয়ে গিয়েছিল জাতীয় দলে পা রাখার আগেই। জাতীয় দলে এসে শামীম হোসেন পাটোয়ারি সেই পরিচিতি আরও বেড়েছে। তবে আন্তর্জাতিক ক্রিকেটের কঠিন সময়ের সঙ্গে এখনো দেখা হয়নি তার। এসেই দেখলেন কেবল দলের সাফল্য। মাত্র ৭ ম্যাচ খেলেই বিশ্বকাপ দলে জায়গাও মিলে গেছে। সব মিলিয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন এই তারকা।
জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টিতে অভিষেক হয় শামীমের। নেমেই করেন ১৩ বলে ২৯ রান। সেদিন দল হারলেও পরের ম্যাচে ১৫ বলে ৩১ করে দলের জয়ে রাখেন ভূমিকা। এরপর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে ঘরের মাঠে সুযোগ পেয়েছেন আরও পাঁচ ম্যাচ।
একটিতে ব্যাট করার সুযোগ হয়নি। বাকিগুলোতে করতে পারেননি তেমন কিছু। তবে বল পেটানোর সহজাত ক্ষমতা, নেমেই দ্রুত রান আনা ও দুর্দান্ত ফিল্ডিং দক্ষতায় মিলে গেছে বিশ্বকাপ দলে জায়গা। তার খেলা তিনটি সিরিজেই জিতেছে বাংলাদেশ। অর্থাৎ সুখের একটা সময়ে এসে পড়েছেন তিনি।
সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এসে গণমাধ্যমকে বললেন এখুনি এই পর্যায়ে আসতে পারা তার জন্য বিশাল ব্যাপার, 'নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। টানা তিনটা সিরিজ জিতলাম, পাশাপাশি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেয়েছি।'
বিশ্বকাপের মতো মঞ্চে ডাক পাওয়ার এই আনন্দ ফিকে হয়ে যেতে পারে ভালো পারফরম্যান্স করতে না পারলে। বড় মঞ্চের উত্তাপ তাই তার মাথায় এটা অনেক বড় একটা মঞ্চ,'এখানে অনেক বড় বড় খেলোয়াড়রা থাকবেন। আমি মনে করি এটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ হবে।'
একাদশে সুযোগ পেলে নিজেকে নিংড়ে দিতে যান বাঁহাতি ব্যাটসম্যান ও ডানহাতি এই অফ স্পিনার। তবে বিশ্বকাপ দলের সঙ্গে থেকে অভিজ্ঞ ক্রিকেটারদের কাছ থেকে শিখতে চাওয়ার লক্ষ্যই এই যাত্রায় তার কাছে বেশি গুরুত্বপূর্ণ, 'যেহেতু আমি প্রথমবারের মতো বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছি, আমি এখনও ওইভাবে বিশ্বকাপে আমার লক্ষ্য ঠিক করিনি। দলের সাথে যাচ্ছি, এটাই আমার কাছে বড় কিছু। সিনিয়রদের কাছে অনেক কিছু শেখার আছে।'
Comments