নিয়ম রক্ষার ম্যাচেও দুর্বার তামিম-বিজয়

বৃহস্পতিবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে গিয়ে ৭ উইকেটে ৩৫৫ রানের পাহাড় গড়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ১৩২ বলে ১৩ চার, হাফ ডজন ছক্কায় তামিম করেন ১৩৭ রান। ৮৫ বলে ৮ চার, ৩ ছক্কায় বিজয় থামেন ৯৬ রানে
Tamim Iqbal & anamul haque bijoy
টানা দুইটি দুইশো রানের জুটি তামিম ইকবাল ও এনামুল হক বিজয়ের। ফাইল ছবি

লিগ শিরোপা নির্ধারিত হয়ে গেছে আগের ম্যাচেই। প্রথমবারের মতো শিরোপা জিতে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি। বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার লিগের শেষ দিনের তিন ম্যাচই তাই নিয়মরক্ষার। তবে লিগ জিততে না পারলেও প্রাইম ব্যাংককে টেবিলের উপরের দিকে রেখে আসর শেষ করতে এদিন আবারও জ্বলে উঠলেন তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। তামিম করলেন টানা দ্বিতীয় সেঞ্চুরি, অবিশ্বাস্য ছন্দে টুর্নামেন্ট শেষ করা বিজয় সেঞ্চুরি হাতছাড়া করলেন ৪ রানের জন্য।

বৃহস্পতিবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে গিয়ে ৭ উইকেটে ৩৫৫ রানের পাহাড় গড়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ১৩২ বলে ১৩ চার, হাফ ডজন ছক্কায় তামিম করেন ১৩৭ রান।

৮৫ বলে ৮ চার, ৩ ছক্কায় বিজয় থামেন ৯৬ রানে। এবার লিগে ১৫ ম্যাচ খেলে বিজয়ের রান দাঁড়াল ১১৩৮। ৯ ফিফটি, ৩ সেঞ্চুরিতে এই রান করতে ৮১.২৯ গড় আর ৯৮.৬১ স্ট্রাইকরেট রাখতে পেরেছেন তিনি।

আগের ম্যাচের মতো ওপেনিং জুটিতেও আবারও দুশো ছাড়িয়ে যান তারা। প্রথমে দেখেশুনে খেলতে থাকা তামিম ফিফটির পর ডানা মেলে উড়তে থাকেন। চার-ছক্কায় এলোমেলো করে দেন প্রতিপক্ষের বোলিং। ৩২তম ওভারে টানা দুই ছক্কা মারার পর তৃতীয়টির চেষ্টায় আরাফাত সানি জুনিয়রের বলে ধরা দেন বাউন্ডারি লাইনে।

বিজয় অনায়াসে এগুচ্ছিলেন আরেকটি সেঞ্চুরির দিকে। মাত্র ৪ রান দূরে থাকতে হুসনা হাবিবের আর্ম বলে বোল্ড হয়ে ফেরত যান তিনি। শেষ করেন স্বপ্নের মতো এক মৌসুম। কোন লিস্ট-এ আসরে বাংলাদেশ তো বটেই, বিশ্বের মধ্যেই সর্বাধিক রান করার রেকর্ড গড়া হয়েছে তার আগের ম্যাচে।

Comments

The Daily Star  | English
expediency

Expediency triumphs over principle in electoral politics

It appears that all of the ruling party’s efforts revolve around the next election, not considering longer-term ramifications for the itself.

3h ago