পাঁচ ম্যাচের সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড দল

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। অবশ্য দুজন ক্রিকেটার ইংল্যান্ড থেকে আগেই বাংলাদেশে চলে এসেছিলেন। এবার তাদের সঙ্গে যোগ দিলেন বাকিরা।
মঙ্গলবার দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে কিউইরা। বাণিজ্যিক ফ্লাইটে আসা ব্ল্যাক ক্যাপস দলটি বিমানবন্দর থেকে সোজা হোটেলে গিয়ে থাকবে দুই দিনের কোয়ারেন্টিনে। এই সময়ে হবে দুই দফা কোভিড-১৯ পরীক্ষা। সব কিছু ঠিক থাকলে ২৬ অগাস্ট থেকে অনুশীলন শুরু করতে পারবে তারা।
ইংল্যান্ড দ্য হানড্রেড টুর্নামেন্টে অংশ নিয়ে সেখান থেকেই গত শুক্রবার বাংলাদেশে আসেন অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম ও ব্যাটসম্যান ফিন অ্যালেন। ১৭ ও ২০ অগাস্ট নিউজিল্যান্ডের দুজন পর্যবেক্ষকও আসেন ঢাকায়। ইতোমধ্যে তাদের সবার কোয়ারেন্টিন শেষ হয়েছে।
১ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর হবে সিরিজের বাকি ম্যাচগুলো।
এবার বাংলাদেশ সফরের আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করে নিউজিল্যান্ড। সেই বিশ্বকাপ দলের একজন সদস্যকেও তারা বাংলাদেশে পাঠায়নি। সফরে নেই দলের প্রধান কোচ গ্যারি স্টেড, সহকারি কোচ শেন জার্গেনসনও। অর্থাৎ পুরো দ্বিতীয় সারির সেটআপ নিয়ে বাংলাদেশে খেলতে এসেছে তারা।
বাংলাদেশ সফরের নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল: টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালান, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রাসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কাগেলেইন, কুল ম্যাকনি, হেনরি নিকোলস, অ্যাজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র , বেন সিয়ারস, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।
কোচিং স্টাফ: গ্লেন পকন্যাল, গ্রায়েম অ্যাল্ডরিজ, থিলান সামারাবিরা।
Comments