পাকিস্তানি কোচ বহিষ্কার যৌন হয়রানির অভিযোগে

সাউদার্ন পাঞ্জাবের কোচ হিসেবে কাজ করা নাদিম ইকবালের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। সেকারণে তাকে ইতোমধ্যে বহিষ্কার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অভিযোগটি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশও।
শনিবার ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, গত সপ্তাহে সাবেক ফাস্ট বোলার নাদিমের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ নজরে আসে পিসিবির। অভিযোগটি এক নারী ক্রিকেটারকে যৌন হয়রানির সঙ্গে সম্পর্কিত। পিসিবি তাকে বহিষ্কারাদেশ দেওয়ার পাশাপাশি পুলিশ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে করছে তদন্ত।
জাতীয় দলে কখনও সুযোগ না পেলেও নাদিম পাকিস্তানের ক্রিকেট অঙ্গনে পরিচিত নাম। খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর থেকে তিনি যুক্ত আছেন কোচিংয়ের সঙ্গে। কিন্তু এবার পুরোপুরি নেতিবাচক কারণে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছেন তিনি।
পাকিস্তানের সাবেক তারকা পেসার ও কোচ ওয়াকার ইউনুসের সঙ্গে একই অঞ্চল থেকে ঘরোয়া ক্রিকেটে পা রেখেছিলেন নাদিম। আশির দশকের শেষদিকে ও নব্বইয়ের দশকে বল হাতে আলো ছড়িয়েছিলেন তিনি। অনেকের দৃষ্টিতে, তিনি ছিলেন ওয়াকারের চেয়েও সম্ভাবনাময়। কারণ, নতুন বলে সুইং করানোর ভীষণ দক্ষতা ছিল তার।
আন্তর্জাতিক মঞ্চে শেষ পর্যন্ত নামা হয়নি নাদিমের। ২০০৪ সালের মার্চে শেষবার তাকে দেখা গিয়েছিল পেশাদার ক্রিকেটে। প্রথম শ্রেণিতে ৮০ ম্যাচে ২৫৮ উইকেট ও লিস্ট 'এ'তে ৪৯ ম্যাচে ৬৫ উইকেট আছে তার নামের পাশে।
পিসিবির আগের প্রশাসন সাউদার্ন পাঞ্জাবের কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল নাদিমকে। তিনি নিয়মিত বেতনও পাচ্ছেন। তবে গত কয়েক বছরে পিসিবির পরিচালিত অসংখ্য কোচিং প্রোগ্রামের একটিতেও তিনি জড়িত ছিলেন না।
Comments