প্যান্ডোরা পেপার্সে শচীনের নাম, আইনজীবী বলছেন ‘গোপন কিছু ছিল না’

sachin tendulkar
ছবি: এএফপি

বিশ্বের নামকরা ও প্রভাবশালী ব্যক্তিদের নিজ দেশের বাইরে গোপন আর্থিক বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদন 'প্যান্ডোরা পেপারস'-এ নাম এসেছে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারেরও। তবে তার আইনজীবী বলছেন বিদেশে বিনিয়োগ থাকলেও সেটা কখনই গোপন ছিল না। 

অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক সংস্থা আইসিআইজে 'প্যান্ডোরা পেপারস' নামের গোপন নথি প্রকাশ করতে উঠে আসে অনেক রথি-মহারথীর নাম। তাতে বিশ্বনেতাদের পাশাপাশি আছেন সেলিব্রেটিরাও।

নাম আছে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওয়ালা, পপ গায়িকা শাকিরা, মডেল ক্লদিয়া শিফার, ভারতের শিল্পপতি অনিল আম্বানির নাম।  বিশ্বের ৩৫ রাষ্ট্র নেতা, ৩০০ সরকারি কর্মকর্তা, সেনা কর্মকর্তা, ১০০ বিলিয়নেয়ারের গোপন সম্পদ ও লেনদেন ফাঁস করে 'প্যান্ডোরা পেপার্স'।

তবে এমন খবরে ভারতীয় গণমাধ্যমের কাছে বিস্ময় প্রকাশ করেছেন শচীনের আইনজীবী। তিনি জানান শচীনের অবশ্যই বিদেশে বিনিয়োগ আছে কিন্তু তা পুরোপুরি বৈধ এবং কোন কিছুই গোপন নয়, 'টেন্ডুলকারের বিদেশে বৈধভাবে বিনিয়োগ আছে। এসব বিনিয়োগ মোটেও গোপন নয়, যথাযথ কর্তৃপক্ষর অনুমোদন সাপেক্ষেই করা হয়েছে।'

প্যান্ডোরা পেপারসে বলা হয় শচীন ও তার পরিবার ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে বিনিয়োগ করেছিলেন। ২০১৬ সালে টাকা তুলে নিয়েছেন তারা। সেই বিনিয়োগে শচীনের পাশাপাশি নাম ছিল তার স্ত্রী অঞ্জলি ও শ্বশুর আনন্দ মেহতারও।  বিনিয়োগে শচীনের শেয়ারের মূল্য ছিল ৮ লাখ ৫৬ হাজার ৭০২ মার্কিন ডলার। অঞ্জলির ১৩ লাখ ৭৫ হাজার ৭১৪ ও আনন্দ মেহতার ৫ লাখ ৫৩ হাজার ৮২ মার্কিন ডলার।

২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি ও রানের মালিক 'লিটল মাস্টার' হিসেবে খ্যাত এই কিংবদন্তি।

খেলা ছাড়ার পর ভারতের শীর্ষ বাণিজ্যিক জায়ান্ট আম্বানি গ্রুপের মালিকানাধিন আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সে মেন্টর হিসেবে কাজ করছেন শচীন।

Comments