প্রথম ওয়ানডের আগেই দলে যোগ দেবেন সিডন্স

jamie siddons
ভিআইপি বক্সের বারান্দায় জেমি সিডন্স। ছবি: ফিরোজ আহমেদ

শরীরে কোন রকমের উপসর্গ না থাকায় নির্ধারিত ১০ দিনের আগেই জেমি সিডন্সকে দলে যুক্ত করার চেষ্টা করেছিল বিসিবি। কিন্তু তিনি এখনো কোভিড পজিটিভ থাকায় সেটা আর সম্ভব হচ্ছে না। তবে প্রোটোকোল অনুসরণ করে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের আগেই যোগ দেবেন বাংলাদেশের ব্যাটিং কোচ।

আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে রোববার সকালে চট্টগ্রাম গেছে বাংলাদেশ দল। এদিনই সিডন্সকে দলের সঙ্গে যুক্ত করতে শনিবার তার কোভিড-১৯ নমুনা পরীক্ষা করা হয়েছিল। রোববার সেই ফল আবারও পজিটিভ এসেছে।

বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী অবশ্য দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন  এতে শঙ্কার কিছু নেই, ২২ তারিখেই দলের সঙ্গে যোগ দেবেন সিডন্স,  'সিডন্সের আবার পজিটিভ এসেছে। প্রটোকল অনুযায়ী ১০ দিন পর দলের সঙ্গে যোগ দিতে পারবেন।'

'আট দিন হয়ে গেছে। আর দুদিন পরে যোগ দিতে পারবে। টোকিও ২০২০ গাইডলাইন অনুযায়ী প্রথম পজিটিভ আসার ১০ দিন পর আর কোন পরীক্ষা ছাড়াই আইসোলেশন থেকে মুক্ত হয়ে এমনিতেই যোগ দিতে পারবেন। তার শরীরও সুস্থ আছে।'

যোগাযোগ করা হলে সিডন্সও দ্য ডেইলি স্টারকে তার সুস্থতার কথা জানিয়েছেন , 'আমি এখন একেবারেই সুস্থ আছে। সব কিছুই ঠিকঠাক।' গত ১২ ফেব্রুয়ারি করোনাভাইরাসে আক্রান্ত হন সিডন্স। বাংলাদেশের সাবেক প্রধান কোচ ব্যাটিং কোচের নতুন ভূমিকা নিয়ে বাংলাদেশে এসেছিলেন গত ২ ফেব্রুয়ারি। এরপর বিপিএলের ম্যাচ ঘুরে দেখছিলেন তিনি। আফগানিস্তান সিরিজ দিয়েই জাতীয় দলের সঙ্গে দ্বিতীয় দফায় আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হবে তার। 

এদিকে বাংলাদেশ দলের বাকি সব ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। রোববার সকালে চট্টগ্রাম পৌঁছে বিকেল ৩টা থেকে অনুশীলনও শুরু করে দিয়েছেন তামিম ইকবালরা।  

২৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নামবে বাংলাদেশ দল। ২৫ ও ২৮ ফেব্রুয়ারি সিরিজের বাকি দুই ম্যাচ। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৩ ও ৫ মার্চ হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

Comments

The Daily Star  | English
BNP activists gather at Nayapaltan to join Labour Day rally

BNP activists gather at Nayapaltan to join Labour Day rally

Chanting slogans, the party activists and supporters began arriving at the venue from 12:00pm.

1h ago