প্রিমিয়ার লিগে নেমে সাকিবের ঝলক, ব্যর্থ তামিম
আগের দিন সাকিব আল হাসান ফেরেন যুক্তরাষ্ট্র থেকে, তামিম ইকবাল আসেন যুক্তরাজ্য থেকে। দেশে ফিরেই মাঠের লড়াইয়ে মুখোমুখি হলেন তারা। ছক্কায় ইনিংস শুরুর পর সাকিবের দ্বিতীয় বলেই কাবু হন তামিম। তামিমের ব্যর্থতার দিনে বল হাতে পরে আরও ঝলক দেখিয়ে আলো কাড়েন সাকিব।
বৃহস্পতিবার বিকেএসপির তিন নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যচে মুখোমুখি হয় প্রাইম ব্যাংক লিমিটেড ও লিজেন্ডস অব রূপগঞ্জ। মোহামেডানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েও তারা সুপার লিগে উঠতে না পারায় সাকিব হয়ে গেছেন রূপগঞ্জের।
দলটির হয়ে বল হাতে প্রথম ম্যাচেই নায়ক বনলেন তিনি। আগের রাতের বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় খেলা শুরু হয় বিলম্বে। ম্যাচ নেমে আসে ৩৩ ওভারে। তাতে ৩১.২ ওভারে তামিমের প্রাইম ব্যাংক গুটিয়ে যায় ১৫২ রানে। আঁটসাঁট বল করে সাকিব ৭ ওভারে কেবল ১৯ রানে পান ২ উইকেট।
প্রাইমের হয়ে আবারও সর্বোচ্চ রান এনামুল হক বিজয়ের। ৯১ বলে ৬ চার, ১ ছক্কায় ৭৩ করেন তিনি। লিস্ট-এ স্বীকৃতির পর ঢাকা প্রিমিয়ার লিগে এক আসরে সর্বাধিক রানের রেকর্ডও গড়ে গেলেছেন বিজয়।
বিজয়দের বেশি দূর যেতে না দিয়ে অধিনায়ক মাশরাফি ৬ ওভারে ৩৩ রান দিয়ে পান ২ উইকেট। ভারতীয় অলরাউন্ডার চিরাগ জানি ২০ রানে নেন ২ উইকেট। যারা এই ম্যাচ হারবে লিগ রেস থেকে মোটামুটি ছিটকে যাবে তারা।
Comments