ফলোঅন শঙ্কায় ওয়েস্ট ইন্ডিজ

নিজেদের ইনিংসের শুরুটা খারাপ ছিল না ক্যারিবিয়ানদের। তবে ওপেনিং জুটি ভাঙার পর থেকেই উইকেট হারানোর মিছিলে যোগ দেয় দলটি। দুই তরুণ স্পিনার প্রবীণ জয়াবিক্রমা ও রমেশ মেন্ডিসের ঘূর্ণিতে ফলোঅনে পড়ার বড় শঙ্কায় রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

সোমবার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ৬ উইকেটে ১১৩ রান করে দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে করে ৩৮৬ রান। দ্বিতীয় দিন শেষে ২৭৩ রানে পিছিয়ে আছে তারা। ফলোঅন এড়াতে লাগবে আরও ৭৪ রান। 

ধাক্কাটা অবশ্য আগের দিনই লেগেছিল ক্যারিবিয়ানদের। অভিষেক ম্যাচেই মাথায় আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয় জেরেমি সোলোজানোকে। যে কারণে তাকে আর পায়নি দলটি। কনকাশন সাব হয়ে এদিন ক্রেইগ ব্র্যাথওয়েটের সঙ্গে ওপেনিংয়ে নামেন জার্মেইন ব্ল্যাকউড। ৪৬ রানের ওপেনিং জুটি পায় দলটি। এরপর লাসিথ এমবুলদেনিয়ার শিকার হন ব্ল্যাকউড।

এরপর ক্যারিবিয়ান শিবিরে ঘূর্ণির মায়াজাল বিছান দুই স্পিনার জয়াবিক্রমা ও মেন্ডিস। স্কোরবোর্ডে ৫৬ রান যোগ করতে হারায় প্রথম সারীর ৬ ব্যাটারকে। তাতে লেজ বেরিয়ে আসে দলটির। এক প্রান্ত আগলে অবশ্য আশা হয়ে ছিলেন অধিনায়ক ব্র্যাথওয়েট। তিনি শিকার হয়েছেন মেন্ডিসের।

কাইল মেয়ার্স ২২ রানে ও জেসন হোল্ডার ১ রানে উইকেটে অপরাজিত থেকে ক্যারিবিয়ানদের শেষ আশা হয়ে টিকে আছেন। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন ব্র্যাথওয়েট। শ্রীলঙ্কার পক্ষে ২৩ রানের খরচায় ৩টি উইকেট নেন মেন্ডিস। ২৫ রানের বিনিময়ে ২টি শিকার জয়াবিক্রমার।

এর আগে প্রথম দিনে করা ৩ উইকেটে ২৬৭ রান নিয়ে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। তবে দিনের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। ফলে শেষ ৭ উইকেট হারিয়ে আর ১১৯ রান যোগ করতে পারে স্বাগতিকরা।

দিনের শুরুতেই আউট হন ধনাঞ্জয়া ডি সিলভা। শ্যানন গ্যাব্রিয়েলের বলে হিট উইকেট হয়ে যান তিনি। তাতে ৬১ রানে থামে তার ইনিংস। ৯৫ বলে ৫টি চারে এ রান করেন তিনি।

আগের দিনের আরেক অপরাজিত ব্যাটার অধিনায়ক দিমুথ করুনারত্নে শেষ পর্যন্ত ১৪৭ রান করে রোস্টন চেজের বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন। ৩০০ বলের ইনিংসটি ১৫টি চারের সাহায্যে সাজান অধিনায়ক। এছাড়া দিনেশ চান্দিমালের ব্যাট থেকে আসে ৪৫ রান।

ক্যারিবিয়ানদের পক্ষে ৮৩ রানের খরচায় ৫টি উইকেট নেন চেজ। ৮৭ রানের বিনিময়ে ৩টি শিকার করেন জোমেল ওয়ারিকান। ২টি উইকেট পান গ্যাব্রিয়েল।

Comments

The Daily Star  | English

Khulna JP office vandalised

Protesters vandalised the Jatiyo Party office in Khulna’s Dakbangla area yesterday evening.

35m ago