বর্ষসেরা টেস্ট ক্রিকেটার রুট

চলতি বছর টেস্ট ক্রিকেটে খুব একটা ভালো সময় যায়নি ইংল্যান্ডের। তবে দলের হতশ্রী দশার মাঝেও অবিশ্বাস্য ধারাবাহিক ছিলেন অধিনায়ক জো রুট। সেই ধারাবাহিকতারই পুরস্কার পেয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হিসেবে তাকে নির্বাচন করেছে আইসিসি।
২০২১ সালে ১৫ ম্যাচে ৬ সেঞ্চুরিতে সর্বোচ্চ ১ হাজার ৭০৮ রান করেন রুট। এক পঞ্জিকা বর্ষে ১৭০০ রানের বেশি করা ইতিহাসের মাত্র তৃতীয় ব্যাটসম্যান তিনি। এক বছরে সর্বোচ্চ রান করায় তার উপরে আছেন কেবল পাকিস্তানের মোহাম্মদ ইউসূফ ও ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভ রিচার্ডস।
বছর জুড়ে রুট রান করেছেন বিভিন্ন কন্ডিশনে। ঘরের মাঠে রান পাওয়ার পাশাপাশি এশিয়ায় স্পিন বান্ধব উইকেটেও ছিলেন ছন্দে। শ্রীলঙ্কার বিপক্ষে গলে, ভারতের বিপক্ষে চেন্নাইর কঠিন কন্ডিশনে করেছেন সেঞ্চুরি। সেঞ্চুরি এসেছে লর্ডসেও।
চেন্নাইতে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ২১৮ রানের এক মাস্টার ক্লাস ইনিংস খেলেন ইংল্যান্ড অধিনায়ক। কোয়ালিটি পেস-স্পিন সামলে দেখান নিজের উচ্চতার প্রমাণ।
এমন স্বীকৃতি পেয়ে উচ্ছসিত প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি, 'আইসিসি বর্ষসেরা পুরুষ টেস্ট ক্রিকেটার নির্বাচিত হওয়ায় আমি দারুণ সম্মানিত। আমি ধন্যবাদ দেই আমার সতীর্থ, বন্ধু, পরিবার, কোচিং স্টাফের সবাইকে। তাদের সবার সমর্থনে আমার এই অর্জন সম্ভব হয়েছে। আমার ও দলের জন্য এটা বড় এক অর্জন।'
Comments