বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি প্রকাশ

ঘরের মাঠে ব্যস্ত মৌসুম পার করার পর বাংলাদেশের সামনে অপেক্ষা করছে কঠিন সব সফর। আসছে বছরের মার্চে আইসিসির ভবিষ্যৎ সফরসূচির অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকায় যাবে বাংলাদেশ। ওয়ানডে ও টেস্ট সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
বৃহস্পতিবার গ্রীষ্ম মৌসুমের সূচি জানায় তারা। ১৮ মার্চ দক্ষিণ আফ্রিকায় প্রথম ওয়ানডেতে নামবে তামিম ইকবালের দল। আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ এই সিরিজের বাকি দুই ম্যাচ হবে ২০ ও ২৩ মার্চ।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে মুমিনুল হকদের মিশন শুরু হবে ৩০ মার্চ। ৭ এপ্রিল রাখা হয়েছে দ্বিতীয় টেস্ট শুরু তারিখ। ম্যাচের তারিখ চূড়ান্ত হলেও ভেন্যু এখনো ঠিক করা হয়নি।
বাংলাদেশের আগে আগামী গ্রীষ্মে নেদারল্যান্ড ও ভারত সফর করবে দক্ষিণ আফ্রিকায়। ২৬ নভেম্বর নেদারল্যান্ডের বিপক্ষে শুরু হবে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজ। এই সিরিজও ওয়ানডে সুপার লিগের অংশ।
এরপরই প্রোটিয়াদের কঠিন চ্যালেঞ্জ। ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিন টেস্ট, তিন ওয়ানডে আর পাঁচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা।
২০১৭ সালে সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল বাংলাদেশ। সেবার একপেশেভাবে সব ম্যাচ হারতে হয় টাইগারদের। কঠিন সেই কন্ডিশনে এখনো কোন ম্যাচে জেতা হয়নি বাংলাদেশের।
Comments