বাংলাদেশের স্পিন সামলাতে যা ভাবছে অস্ট্রেলিয়া

মিরপুরের মন্থর আর টার্নিং উইকেটে বাংলাদেশের স্পিন যেন দুর্বোধ্য। ব্যাট করতে নামতেই অস্ট্রেলিয়া পড়ে চরম বিপাকে। কিছু বুঝে উঠার আগেই পড়তে থাকে একের পর এক উইকেট। বাংলাদেশের কাছে প্রথম টি-টোয়েন্টিতে উড়ে যাওয়ার পর চিন্তিত অজি অধিনায়ক ম্যাথু ওয়েড সাকিব আল হাসান, নাসুম আহমদের সামলানোর পথ খুঁজছেন।
মঙ্গলবার আগে ব্যাট করে কেবল ১৩১ রান করেছিল বাংলাদেশ। কিন্তু অস্ট্রেলিয়ার জন্য এই রানটাই হয়ে যায় বিশাল। ১০৮ রানে গুটিয়ে তারা ম্যাচ হারে ২৩ রানে। টি-টোয়েন্টিতে ব্যবধানটা বেশ বড়সড়ই।
প্রথম ম্যাচে এমন হারের পর বেশি ভাবনার সুযোগই। আজই আবার দ্বিতীয় লড়াই।
তার আগে ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া সাক্ষাতকারে ওয়েড জানান কেমন হতে পারে তাদের অ্যাপ্রোচ, 'আমাদের আরও বেশি সাহস নিয়ে খেলতে হবে। এবং যে পরিকল্পনা নিয়ে নামব তা ধরে রাখতে হবে। ছোট স্কোর তাড়া করার বেলায় অবশ্য সাহসী ও স্মার্ট থাকার একটা তফাৎ আছে।'
স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চদের মতো অনেক তারকা না থাকায় অজিদের ব্যাটিং লাইনআপ বেশ অনভিজ্ঞ। বাংলাদেশের টার্নিং উইকেটে খেলার অভিজ্ঞতাও নেই কারো। অজি অধিনায়ক তাই মনে করেন উইকেটে গিয়ে প্রথম কয়েকটা বল দেখা খুব জরুরী, তবে একই সঙ্গে পুরোটা সময় খোলসবন্দি হওয়াও যাবে না, 'ছেলেরা এইসব উইকেটে তেমন একটা খেলেনি। কাজেই উইকেটে গিয়ে ১০-১৫ বল কাটানো জরুরি। একই সঙ্গে টি-টোয়েন্টিতে খোলসবন্দি হওয়া চলবে না। একই বোলারদের বিপক্ষে আমরা খেলব, একটা উপায় বের করে এগুতে হবে।'
বুধবার সন্ধ্যা ৬টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া।
Comments