বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে স্মরণ করা হবে ওয়ার্ন ও মার্শকে

২৪ ঘণ্টার মধ্যে অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা ক্রিকেট দুনিয়ায়। দলটির সাবেক উইকেটরক্ষক-ব্যাটার রডনি মার্শের পর চিরবিদায় নিয়েছেন সাবেক লেগ স্পিনার শেন ওয়ার্ন। তাদের মহাপ্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামীকাল শনিবার সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। বিসিবি জানিয়েছে, এই ম্যাচ শুরুর আগে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়ার্ন ও মার্শের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বলেছে, 'অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন ও রডনি মার্শের মৃত্যুতে গভীরভাবে শোকাহত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।'
তারা আরও জানিয়েছে, 'বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরুর আগে শেন ওয়ার্ন ও রডনি মার্শের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে।'
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস দ্য ডেইলি স্টারকে বলেছেন, 'বাংলাদেশ ও আফগানিস্তান দুই দলের খেলোয়াড়রা কালো ব্যাজ পরে মাঠে নামবে।'
লেগ স্পিন শিল্পে নতুন মাত্রা যোগ করা ওয়ার্ন শুক্রবার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাক হয়েছিল তার। এর কয়েক ঘন্টা আগে পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে পাড়ি জমান ৭৪ বছর বয়সী মার্শ। গত সপ্তাহে হার্ট অ্যাটাকের পর অ্যাডিলেডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
Comments