বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময়সূচি

Bangladesh cricket team
ছবি: ফিরোজ আহমেদ

বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি জানা গিয়েছিল বেশ কয়েকদিন আগেই, অপেক্ষা ছিল আনুষ্ঠানিক রূপের। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ অবশেষে আনুষ্ঠানিকভাবেও প্রকাশ করেছে সূচি। ক্যারিবিয়ান সফরে এবার স্বাগতিকদের বিপক্ষে দুই টেস্ট, তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময়সূচি:

তারিখ ম্যাচ বাংলাদেশ সময় ভেন্যু
১৬-২০ জুন প্রথম টেস্ট রাত ৮টা অ্যান্টিগা
২৪-২৮ জুন দ্বিতীয় টেস্ট রাত ৮টা সেন্ট লুসিয়া
২ জুলাই প্রথম টি-টোয়েন্টি রাত সাড়ে ১১টা ডমিনিকা
৩ জুলাই দ্বিতীয়-টোয়েন্টি

রাত সাড়ে ১১টা

ডমিনিকা
৭ জুলাই তৃতীয় টি-টোয়েন্টি

রাত সাড়ে ১১টা

 

গায়ানা
১০ জুলাই  প্রথম ওয়ানডে  সন্ধ্যা ৭টা ৩০ গায়ানা
১৩ জুলাই দ্বিতীয় ওয়ানডে সন্ধ্যা ৭টা ৩০ গায়ানা
১৬ জুলাই তৃতীয় ওয়ানডে সন্ধ্যা ৭টা ৩০ গায়ানা 

বাংলাদেশের পাশাপাশি ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের সূচিও প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ত্রিনিদাদে ভারতের বিপক্ষে ২২ জুলাই প্রথম ওয়ানডেতে নামবে নিকোলাস পুরানের দল। ২৪ ও ২৭ জুলাই একই ভেন্যুতে বাকি দুই ম্যাচ।

২৯ জুলাই থেকে ত্রিনিদাদেই শুরু হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজ। ১ ও ২ আগস্ট সিরিজের দুই ম্যাচ হবে সেন্ট কিটসে। ৬ ও ৭ অগাস্ট চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টির ভেন্যু যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা।

১০ অগাস্ট থেকে ২১ অগাস্ট পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে ব্যস্ত থাকবে ক্যারিবিয়ানরা।

Comments

The Daily Star  | English

‘Use firearms in self-defence’

After a police officer was attacked during a raid in the port city, Chattogram police chief Hasib Aziz told officers to be ready to use arms for self-defence.

6h ago