বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে সৌম্য-সাব্বির-নাঈম

বাংলাদেশ টাইগার্সের দলের পরবর্তী ক্যাম্পের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ২৯ সদস্যের এ দল ঘোষণা করে তারা। যেখানে ডাক পেয়েছেন সৌম্য সরকার, সাব্বির রহমান, মোহাম্মদ নাঈম শেখ, আবু জায়েদ রাহী, সাদমান ইসলাম, সাইফ হাসান, মোহাম্মদ মিঠুনদের মতো খেলোয়াড়রা।
মূলত সদ্য জাতীয় দল থেকে বাদ পড়া ও জাতীয় দলের পাইপলাইনে থাকা খেলোয়াড়দের অনুশীলন সুযোগ করে দিতে তৈরি করা হয়েছে 'বাংলাদেশ টাইগার্স' নামক এ বিশেষ ক্যাম্প। ডাক পাওয়া ২৯ ক্রিকেটারকে নিয়ে এ ক্যাম্প শুরু হবে আগামী ২৭ মে থেকে।
প্রথম ধাপে হবে ফিটনেস ক্যাম্প। যা চলবে ৫ জুন পর্যন্ত। এ ক্যাম্প চলবে 'হোম অব ক্রিকেট' মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর এক সপ্তাহের বিরতি শেষে ১২ জুন থেকে শুরু হবে স্কিল ক্যাম্প।
২৯ সদস্যের বাংলাদেশ টাইগার্স স্কোয়াড
সাদমান ইসলাম, সাইফ হাসান, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন, ফজলে মাহমুদ রাব্বী, আশিক উল আলম, নাহিদুল হক, সানজামুল ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, আল-আমিন হোসেন, আবু হায়দার রনি, মেহেদী হাসান রানা, আবু জায়েদ চৌধুরি রাহী, কামরুল ইসলাম রাব্বী, নাঈম ইসলাম, সৌম্য সরকার, রনি তালুকদার, পিনাক ঘোষ, জাকের আলী অনিক, সাজ্জাদুল রিপন, শাহিন আলম, সাব্বির রহমান, জাকিরুল আহমেদ জেম, আবদুল হালিম, মাইশুকুর রহমান রিয়াল, হাসান মাহামুদ, রাকিন আহমেদ, সৈকত আলী ও নাজমুল ইসলাম অপু।
Comments