বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিচ্ছেন সাকিব

ছবি: আইপিএল ওয়েবসাইট

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড মাঠে গড়ানোর আগের দিন বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিবেন সাকিব আল হাসান। সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আইপিএলের ফাইনাল শেষে জৈব-সুরক্ষা বলয়ে থেকেই সড়কপথে ওমানের মাসকাটে যাবেন এই বাঁহাতি অলরাউন্ডার। তবে তিনি অনুশীলনে অংশগ্রহণ করবেন কিনা তা নিশ্চিত নয়। জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, খেলার মধ্যে থাকায় অনুশীলন না করলেও সমস্যা হবে না সাকিবের।

বাংলাদেশের বিশ্বকাপ দলের সঙ্গে এখনও যোগ দেননি ৩৪ বছর বয়সী সাকিব। শুক্রবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আইপিএলের ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নেমেছেন তিনি। ম্যাচশেষে রাতেই কিংবা আগামীকাল শনিবার সকালে সড়কপথে মাসকাটের উদ্দেশে রওনা হবেন তিনি। সেখানে আল আমেরাত স্টেডিয়ামে বিকালে অনুশীলন করবে বাংলাদেশ দল। পরদিন ১৭ অক্টোবর ওই ভেন্যুতেই বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা।

দলের সঙ্গে থাকা হাবিবুল গণমাধ্যমের কাছে বলেছেন, কোয়ারেন্টিন এড়াতে সড়কপথে দুবাই থেকে মাসকাটে যাবেন সাকিব। এতে সাধারণত সময় লাগে চার ঘণ্টা। কলকাতা ফ্র্যাঞ্চাইজি ও আইসিসি সমন্বয় করে জৈব-সুরক্ষা বলয়ের মধ্যেই সাকিবের ভ্রমণের বিষয়টি নিশ্চিত করবে বলেও জানিয়েছেন তিনি।

'সাকিব সড়কপথে ভ্রমণ করবে কারণ বিমানপথে এলে ঝুঁকির সম্ভাবনা থাকে। ও আইপিএলে জৈব সুরক্ষা বলয়ে ছিল। সেখান থেকে ও সরাসরি আরেকটি সুরক্ষা বলয়ে আসবে। তাই ওর কোয়ারেন্টিনের কোনো প্রয়োজন নেই। রাতে খেলা শেষ হওয়ার পরই হয়তো ও রওনা দেবে। সকালেও দিতে পারে। কালকে (শনিবার) নিশ্চিতভাবেই ও দলের সঙ্গে থাকবে। আইসিসি ও ফ্র্যাঞ্চাইজি মিলে এটা দেখছে।'

'বিকালে সাকিব দলের সঙ্গে অনুশীলন সেশনে যোগ দিবে কিনা তা নিশ্চিত নই। তবে ও খেলার মধ্যে আছে। তাই আমি মনে করি, (অনুশীলন না করলেও) ওর সমস্যা হবে না।'

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

58m ago