বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার অধিনায়ক কে?

নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ ছিটকে গেছেন। তার বদলে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন আলেক্স ক্যারি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি দলে আবার সহ-অধিনায়কত্ব করেছেন ম্যাথু ওয়েড। বাংলাদেশ সফরে কার কাঁধে থাকছে দায়িত্ব?
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষ করে ভাড়া করা বিমানে বৃহস্পতিবার ঢাকায় আসবে অস্ট্রেলিয়া দল। ৩ অগাস্ট শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু এই সিরিজে অধিনায়কত্ব নিয়ে এখনো দোলাচলে অজি ম্যানেজমেন্ট।
অধিনায়কত্বের আলোচনায় আছেন দুই কিপার ব্যাটসম্যান ওয়েড আর ক্যারি। ওয়েড টি-টোয়েন্টি দলে সহ-অধিনায়ক থাকায় তারই দাবিটা বেশি। কিন্তু ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়ে নজর কাড়েন ক্যারি। আলোচনায় তাই তিনিও।
তবে টি-টোয়েন্টি সিরিজে ক্যারি ছিলেন রান খরায়। বাংলাদেশের বিপক্ষে সবগুলো ম্যাচ তাকে খেলানো হবে কিনা এই নিয়েও প্রশ্ন আছে। অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলো জানায় স্কোয়াডের সিনিয়র আরও দুই সদস্য মিচেল মার্শ ও মোজেস হেনরিকসও আছেন বিবেচনায়।
তবে বাংলাদেশে আসার আগে এই ব্যাপারে স্পষ্ট কোন উত্তর দিলেন না প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার, 'এই বিষয়ে আমরা কাজ করছি। এসব সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা ধারাবাহিক হতে চাইব। আমরা আগেও দেখিয়েছি আমরা ধারাবাহিক। বাংলাদেশের টি-টোয়েন্টির ক্ষেতেও তা-ই করতে পারব বলে বিশ্বাস করি।'
অস্ট্রেলিয়া ক্রিকেটের প্রক্রিয়া অনুযায়ী অধিনায়কত্বের দক্ষতা খুঁজে ক্রিকেটার সামনে আনা হয় আগেই। ক্যারিকেও ভাবা হয়েছিল তেমন। পরে তিনি আড়ালে পড়ে গেলেও নিয়মিত তারকাদের অনুপস্থিতিতে এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে পান নেতৃত্ব। তা দেখে ভীষণ মুগ্ধ ল্যাঙ্গার, 'আলেক্স দারুণ নেতৃত্ব দিয়েছে। তার চিন্তা ভাবনা ধীরস্থির। মনোভাব ইতিবাচক। সে ভীষণ পেশাদার। তার সঙ্গে কাজ করা সহজ।'
অস্ট্রেলিয়া স্কোয়াড: অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহেনড্রফ, আলেক্স ক্যারি, ড্যান ক্রিশ্চিয়ান, জস হ্যাজেলউড, মোজেস হেনরিকস, মিচেল মার্শ, বেন ম্যাকডেরমট, রিলি মেরেডিথ, জস ফিলিপ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, অ্যাস্টন টার্নার, আন্ড্রু টাই, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা।
রিজার্ভ- ন্যাথান ইলিস, তানবীর সাঙ্গা।
Comments