বাবর একজন কিংবদন্তি ক্রিকেটার হতে যাচ্ছে: হরভজন

সময়টা দারুণ যাচ্ছে বাবর আজমের। বর্তমানে আইসিসি র‍্যাঙ্কিংয়ে একমাত্র খেলোয়াড় হিসেবে সব সংস্করণে সেরা পাঁচে রয়েছেন পাকিস্তান অধিনায়ক। তার ব্যাটিং শৈলীতে মুগ্ধ সাবেক ক্রিকেটাররা। ক্যারিয়ার শেষে একজন কিংবদন্তি ক্রিকেটারের তালিকায় নিজেকে তুলতে পারবেন বলেই বিশ্বাস করেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং।

সময়টা দারুণ যাচ্ছে বাবর আজমের। বর্তমানে আইসিসি র‍্যাঙ্কিংয়ে একমাত্র খেলোয়াড় হিসেবে সব সংস্করণে সেরা পাঁচে রয়েছেন পাকিস্তান অধিনায়ক। তার ব্যাটিং শৈলীতে মুগ্ধ সাবেক ক্রিকেটাররা। ক্যারিয়ার শেষে একজন কিংবদন্তি ক্রিকেটারের তালিকায় নিজেকে তুলতে পারবেন বলেই বিশ্বাস করেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং।

ভারতের এক সংবাদমাধ্যমে নিজের পছন্দের সেরা চারজন ক্রিকেটার বেছে নিতে বলা হয় হরভজনকে। সেখানে অবশ্য বাবরকে রাখেননি তিনি। ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি, ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট, অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ ও নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে রেখেছেন তিনি।

তবে এ তালিকা দেওয়ার সময় হরভজন কথা বলেছেন বাবরকে নিয়ে। এ ক্রিকেটারের মধ্যে ভবিষ্যৎ একজন কিংবদন্তি দেখছেন তিনি, 'তাকে সেরা চারে রাখা একটু আগেই হয়ে যায়। তবে বাবরের সব গুণাগুণই রয়েছে। একজন ব্যাটার হিসেবে তার আত্মবিশ্বাস দারুণ, টেকনিকও অসাধারণ। ভবিষ্যতে সে একজন কিংবদন্তি ক্রিকেটার হতে যাচ্ছে।'

তবে নিজের পছন্দের সেরা চারে এখনি না রাখার কারণটাও ব্যাখ্যা করেছেন এ স্পিনার, 'তবে এখনি তাকে সেরা তালিকার এ সকল লিগে রাখা একটি আগেভাগে হয়ে যায়। তাকে খেলতে দিন। তাকে অনেক রান করতে দিন এবং দলের জন্য ম্যাচ জয় করতে দিন। তবে মেধার দিক থেকে সে কেউর চেয়ে কম নয়।'

২৭ বছর বয়সী এ পাকিস্তান ক্রিকেটারের ক্যারিয়ারটা খুব বড় নয়। ৪০টি টেস্ট, ৮৬টি ওয়ানডে ও ৭৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সাদা জার্সিতে ৬টি সেঞ্চুরির সাহায্যে ৪৫.৯৮ গড়ে করেছেন ২৮৫১ রান। ওয়ানডেতে ৫৯.১৮ গড়ে ৪২৬১ রান করেছেন। সেঞ্চুরি ১৬টি। ১২৯.৪৪ স্ট্রাইক রেটে টি-টোয়েন্টিতে করেছেন ২৬৮৬ রান।

Comments

The Daily Star  | English

Dhaka stares down the barrel of water

Once widely abundant, the freshwater for Dhaka-dwellers continues to deplete at a dramatic rate and threatens to disappear far below the ground.

59m ago