বিজয়কে এখনি জাতীয় দলের আশেপাশে চান মাশরাফি

ফাইল ছবি

কী দারুণ ছন্দেই না আছেন এনামুল হক বিজয়। ঘরোয়া ক্রিকেটের সব সংস্করণেই নিয়মিত রান করে যাচ্ছেন। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তো এবার রীতিমতো উড়ছেন। এরমধ্যেই প্রিমিয়ার লিগে (লিস্ট-এ মর্যাদা পাওয়ার পর) এক মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। বিজয়ের এমন দারুণ ধারাবাহিক পারফরম্যান্সে তাকে এখনি বাংলাদেশ জাতীয় দলের আশেপাশে দেখতে চান সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বৃহস্পতিবার সাভারের বিকেএসপিতে মাশরাফির দল লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষেই ৭৩ রানের ঝকঝকে এক ইনিংস খেলেন বিজয়। যেখানে মাশরাফি-সাকিবদের বোলিং তোপে বাকি সব ব্যাটারই ব্যর্থ। দলীয় রানই হয় মাত্র ১৫২। সামনে থেকেই দেখেছেন বিজয়ের ইনিংসটি। এর আগে তাদের বিপক্ষে প্রথম পর্বের ম্যাচে তো দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বিজয়। ১২৭ রানের ইনিংস খেলে দলের জয়ে রেখেছিলেন মুখ্য ভূমিকা।

ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মারদের তাই দ্রুতই জাতীয় দলের আওতায় আনার তাগিদ দিলেন মাশরাফি, 'আমি একটা কথা মনে করি যে, আমাদের ঘরোয়াতে যখন কেউ ভালো খেলে আপনাদেরও একটা জায়গায় অবস্থান নেওয়া উচিত, আমি মনে করি যেটা। এখান থেকে সরাসরি জাতীয় দল কেন? এখান থেকেও তো আরেকটা ধাপ থাকে। এরপরও কিন্তু আরেকটা লেভেল আছে। এইচপি, এ টিম।'

তবে শুরুতেই জাতীয় দলে না এনে এইচপি কিংবা এ-দলে আনার পক্ষে মাশরাফি। এ সকল পর্যায়ে তাদের ঝালিয়ে নিয়ে তবেই জাতীয় দলে আনার কথা বলেন তিনি, 'কারণ ওই পর্যায়টাও তো দেখতে হবে। ওই পর্যায়ে গিয়ে ও কেমন করছে। তাই একটা জায়গা থেকে আমি মনে করি যে এটা যুক্তিসঙ্গত কথা যে এখান থেকে রাডারের নিচে আসা। সেটা খুব গুরুত্বপূর্ণ।'

তবে বিজয়ের ক্ষেত্রে তাকে এখনি জাতীয় দলে দেখতে চান মাশরাফি। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে পরীক্ষিত হওয়ায় তার উপর আস্থা রাখতে চান এ পেসার, 'আর বিজয়ের কথা আমি এজন্যই বলব যে বিজয়কে এখুনি দেখভাল করা উচিত। এই কারণে যে সে যেভাবে খেলছে মানে অবিশ্বাস্য। টার্নিং উইকেট, স্লো উইকেট যে কোনো উইকেটে সে কিন্তু ডোমিনেট করে রান করেছে, আমি যতটুক খেলা দেখেছি। আজকেও।'

'এটা অসাধারণ ব্যাটিং মানে আপনি যেকোনো পর্যায়ে বলেন। আমাদের ঘরোয়া ক্রিকেট লেভেল কিন্তু বিশেষ করে ডিপিএল অনেক উঁচুমানের। তাই আমি মনে করি যে এখানে বিজয় যেভাবে দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছে, একটা দলকে যেভাবে টেনে এনেছে ৮০০ এর বেশি রান করেছে। নিশ্চিতভাবে আমি মনে করি তাকে এখনি জাতীয় দলের আশে পাশে আনা উচিত এবং তাকে নিয়ে কাজ করা উচিত,' যোগ করেন মাশরাফি।

বিশকাপকে সামনে রেখে এখনি বিজয়কে দেখভাল করার পরামর্শ দিলেন সাবেক এ অধিনায়ক, 'তাকে ওই জিনিসটা বোঝানো উচিত আমরা তোমার সঙ্গে রয়েছি। যদি তুমি ভালো কর কেন নয়? সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওর বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে। ও আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে, ওর সেঞ্চুরি আছে, ফিফটি আছে, তাই অভিজ্ঞ। আমাদের মতে কেন নয়। অবশ্যই আরো আছে। আমি মনে করি ওকে এখনি দেখভাল করা উচিত। যদি কোনো ইস্যু থাকে পরিষ্কার করা উচিত।'

প্রিমিয়ার লিগে এবার তিন ম্যাচ বাকি থাকতেই বিজয়ের রান এখন ৮৭৮। ১২ ম্যাচে ৭৪.৬৪ গড়ে, ৯৭.৩৯ স্ট্রাইক রেটে এ রান করেছেন। এই পথে ১৮৪ রানেরও একটি ইনিংস খেলেছেন এনামুল। এসেছে ৭ ফিফটি আর ২ সেঞ্চুরিতে। আসরে হাজার রানের মাইলফলকের হাতছানিও তার সামনে।

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

4h ago