বিজয়ের আক্ষেপ, সেঞ্চুরির পথে জাকির

anamul Haque Bijoy
৮৮ রানে আউট হয়ে আক্ষেপে পুড়লেন এনামুল হক বিজয়

শুরুতেই ধাক্কা খেয়েছিল দক্ষিণাঞ্চলের ইনিংস। ৪২ রানে ৩ উইকেট হারানোর পর বিপাকে পড়া অবস্থা থেকে দারুণ জুটিতে দলকে টেনে তুলেন এনামুল হক বিজয় ও জাকির হাসান। বিজয় অল্পের জন্য সেঞ্চুরি বঞ্চিত হলেও জাকির দিচ্ছেন সেঞ্চুরির আভাস।

সোমবার রাজশাহীতে বিসিএলের ম্যাচে ভালো অবস্থানে বিসিবি দক্ষিণাঞ্চল। ইসলামি ব্যাংক পূর্বাঞ্চলের ২৬০ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ২৮৮ রান করে ২৮ রানের লিড নিয়ে নিয়েছে তারা। বিজয় ৮৮ রান করে আউট হয়েছেন, জাকির অপরাজিত আছেন ৯১ রানে।

আগের দিনের বিনা উইকেটে ৩ রান নিয়ে নেমে খুব বেশি দূর এগুতে পারেনি ওপেনিং জুটি। দলের ৩০ রানে মাত্র ১৬ রান করে বিদায় নেন পিনাক ঘোষ। অমিত হাসান, তৌহিদ হৃদয়ও ফেরেন দ্রুতই। এরপরই ঘুরে দাঁড়ায় দক্ষিণ।

বিজয়-জাকির মিলে পরিস্থিতি সামাল দেন দারুণভাবে। থিতু হয়ে দুজনেই বাড়াতে থাকেন রান। এবার জাতীয় ক্রিকেট লিগে চরম বাজে সময় কেটেছে বিজয়ের। কোন ফিফটিই করতে পারেননি তিনি। বিসিএলে নেমেই ছুটছিলেন সেঞ্চুরি দিকে। ৭৬ থেকে ৩ চারে ৮৮ রানে গিয়েই কাবু হন মোহাম্মদ আশরাফুলের স্পিনে।

আশরাফুলের বল ফ্রন্টফুট ডিফেন্স করতে গিয়ে ব্যাটের কানায় লাগে বিজয়ের। ক্যাচ যায় ফরোয়ার্ড শর্ট লেগে। এরপর নাহিদুল ইসলামও আউট হন দ্রুতই।

ফরে ফরহাদ রেজাকে নিয়ে আরেক জুটি পান বিজয়। ওয়ানডে গতিতে ৩৬ বলে ৩৮ করে ফরহাদও শিকার হন আশরাফুলের। সপ্তম উইকেটে শেখ মেহেদী হাসানের সঙ্গেও আরেক জুটি গড়ে উঠেছে জাকিদের। ৬০ রানের অবিচ্ছিন্ন জুটিতে এসে গেছে লিডও। জাকিরকে সঙ্গ দিয়ে মেহেদী অপরাজিত আছেন ২৮ রানে। 

Comments

The Daily Star  | English

Parties agree on chief justice appointment, limiting emergency powers

Manifesto provision allows top-two judge choice; cabinet to approve emergency declaration

1h ago