বিপিএলের প্রথম দিনেই মাঠে নামবেন 'পঞ্চপাণ্ডব'

মিনিস্টার গ্রুপ ঢাকাতেই খেলছেন পঞ্চপাণ্ডবের তিন জন -মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল। আর ফরচুন বরিশালে সাকিব আল হাসান ও খুলনা টাইগার্সে খেলবেন মুশফিকুর রহিম। আর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দিনেই দুটি ভিন্ন ম্যাচে মাঠে নামছেন এই পাঁচ তারকা।

তবে দিনক্ষণ নির্ধারিত ছিল আগেই। আনুষ্ঠানিকভাবে পুর্নাঙ্গ সূচি প্রকাশের অপেক্ষায় ছিলেন ক্রিকেট ভক্তরা। শেষ পর্যন্ত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিপিএলের সূচি প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশালের ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিপিএলের অষ্টম আসরের।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২১ জানুয়ারি দুপুর দেড়টায় মাঠে গড়াবে প্রথম ম্যাচটি। একই দিনে ম্যাচ রয়েছে আরও একটি। সন্ধ্যা সাড়ে ছয়টায় একই মাঠে মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও মিনিস্টার গ্রুপ ঢাকা। ফলে টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে পাওয়া যাচ্ছে পাঞ্চপাণ্ডব বলে পরিচিত পাঁচ সিনিয়র তারকাকে।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম ছাড়া বরাবরের মতো আরও দুটি ভেন্যুতে হবে এবারের বিপিএল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আটটি ম্যাচ এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে ছয়টি।

ঢাকায় ম্যাচ হবে তিন দফায়। প্রথম পর্বে হবে আটটি ম্যাচ। এরপর বিপিএল চলে যবে চট্টগ্রামে। বন্দরনগরীতে আটটি ম্যাচ হওয়ার পর ৩ ফেব্রুয়ারি আবার ঢাকায় আয়োজন করা হবে এ আসর। দ্বিতীয় পর্বে ঢাকায় চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর সিলেটে ৭ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএলের ম্যাচ অনুষ্ঠিত প্রতিযোগিতারটি ফের ফিরবে ঢাকায়।

গ্রুপ পর্বের শেষ চার ম্যাচের পর দুটি কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়। কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচের জন্য থাকছে রিজার্ভ ডে। ফাইনাল দিয়ে ২৯ দিনের জমজমাট আসরের পর্দা নামবে ১৮ ফেব্রুয়ারি।

স্বাভাবিকভাবে দিনের প্রথম ম্যাচ সাড়ে ১২টায় এবং দ্বিতীয় ম্যাচ বিকেল সাড়ে ৫টায় শুরু হলেও শুক্রবারে বদলে যাবে সূচি। শুক্রবার প্রথম ম্যাচ দেড়টায় এবং সন্ধ্যার ম্যাচ শুরু হবে সাড়ে ছয়টায়।

Comments

The Daily Star  | English

Lives on hold: Workers await reopening of closed jute mills

Five years on: Jute mill revival uneven, workers face deepening poverty

16h ago