বিপিএলে দর্শক ফিরলেও বিক্রি হবে না টিকেট

বিপিএলের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে গ্যালারিতে দর্শক ছাড়াই। তবে আসরের শেষ ধাপের ম্যাচগুলোতে পাল্টে যাচ্ছে দৃশ্য।
Mirpur sher e bangla stadium gallery
ফাইল ছবি

বিপিএলের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে গ্যালারিতে দর্শক ছাড়াই। তবে আসরের শেষ ধাপের ম্যাচগুলোতে পাল্টে যাচ্ছে দৃশ্য। বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে স্টেডিয়ামে দর্শক প্রবেশ করতে দেওয়ার অনুমতি পেয়েছে বিসিবি। প্লে-অফ ও ফাইনাল মিলিয়ে বাকি থাকা চারটি ম্যাচের জন্য অবশ্য কোনো টিকেট বিক্রি করবে না দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

রোববার বিসিবির মিডিয়া কমিটির প্রধান তানভীর আহমেদ টিটু মিরপুরে এক সংবাদ সম্মেলনে গ্যালারিতে দর্শক ফেরানোর বিষয়টি নিশ্চিত করেন। সামাজিক দূরত্ব মেনে তিন থেকে চার হাজার দর্শক স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করতে পারবেন।

বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনের আন্তরিক চেষ্টায় বিপিএলের শেষ ধাপে দর্শক প্রবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তানভীর, 'আজকে সিদ্ধান্ত হয়েছে, জনগণের যে একটা আকাঙ্ক্ষা ছিল, একটা ইচ্ছা ছিল, বিপিএলটা মাঠে এসে দেখা। করোনার জন্য আমাদের একটা স্থবিরতা ছিল যে মাঠে দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া বন্ধ ছিল। তো সরকারের সঙ্গে আমাদের কথার প্রেক্ষিতে আমাদের সভাপতি মহোদয়ের আন্তরিক চেষ্টায় কিছু সংখ্যক দর্শককে মাঠে আসতে দেওয়ার জন্য অনুমতি পেয়েছি। তিন থেকে চার হাজার দর্শক মাঠে খেলা দেখতে আসতে পারবেন। তবে এখানে যেন বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেজন্য টিকেটগুলো বিক্রি করতে হচ্ছে না, বিক্রিতে যাচ্ছি না।'

বিশৃঙ্খলা এড়াতে সরাসরি টিকেট বিক্রি করবে না বিসিবি। তানভীর বলেন, ফ্র্যাঞ্চাইজিগুলোর মাধ্যমে বণ্টন করা হবে টিকেট, 'যে ফ্রাঞ্চাইজিগুলো অংশগ্রহণ করছে বিপিএলে, তাদের সঙ্গে এখানে যারা যারা সম্পৃক্ত আছে, তাদের মাধ্যমে আমরা টিকেটগুলো দর্শকদের কাছে পৌঁছে দিব। তিন থেকে চার হাজার দর্শক মাঠে ছড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে খেলা দেখতে পারবে।'

সরকারের স্বাস্থ্যবিধি মেনে দর্শকদের মাঠে প্রবেশ করতে হবে। তানভীর জানান, খেলা দেখতে লাগবে মাস্ক ও করোনাভাইরাসের ভ্যাকসিনের দুই ডোজের সনদপত্র, 'আমাদের যে স্বাস্থ্যবিধির ব্যাপারগুলো আছে, সরকারের যে নির্দেশনা আছে, সেগুলো মেনে স্টেডিয়ামে আসতে হবে। মাস্ক আবশ্যক, মাস্ক পড়তে হবে। দুটি ভ্যাকসিনের সার্টিফিকেট নিয়ে খেলা দেখতে আসতে হবে।'

আগামীকাল মাঠে গড়াচ্ছে বিপিএলের প্লে-অফ পর্ব। প্রথম দিনে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ- এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। এদিন থেকেই মাঠে প্রবেশ করে গ্যালারিতে কলরব তুলতে পারবেন দর্শকরা।

Comments

The Daily Star  | English
Bank Asia plans to acquire Bank Alfalah

Bank Asia moves a step closer to Bank Alfalah acquisition

A day earlier, Karachi-based Bank Alfalah disclosed the information on the Pakistan Stock exchange.

24m ago