বিপিএলে বরিশালের হয়ে খেলবেন সাকিব!

Shakib al hasan
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

নিঃসন্দেহে বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। স্বাভাবিকভাবেই আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তাকে পেতে চাইবে সব ফ্র্যাঞ্চাইজিই। শেষ পর্যন্ত কোন দলে খেলবেন তিনি? এ নিয়ে আগ্রহের শেষ নেই ভক্ত-সমর্থকদের।

ব্যক্তিগত কারণে বাংলাদেশ দলের হয়ে নিউজিল্যান্ড সফরে যাননি সাকিব। তারই অংশ হিসেবে বুধবার উড়াল দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে। তবে দেশ ছাড়ার আগে জানিয়ে গেলেন আগামী বিপিএলে বরিশালের ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলার সম্ভাবনা জোরালো তার।

বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশ ছাড়ার আগে বিপিএলের সম্ভাব্য দলের কথা জানিয়ে সাকিব বলেন, 'এখন পর্যন্ত আসলে বরিশালের সঙ্গে কথা হয়ে আছে। সব ঠিকঠাক থাকলে বরিশালের হয়ে খেলবো।'

বছরের শেষ সফরে নেই সাকিব। তবে এর আগে থাকেও পুরো বছরটা ভালো যায়নি টাইগারদের। সাকিবের কণ্ঠে ঝরল সে হতাশাও, 'হতাশাজনক। একটা বড় ইভেন্ট ছিল। বিশ্বকাপকে ঘিরে আমাদের বড় একটি টার্গেট ছিল। সেটা পূরণ করতে পারিনি। সেদিক থেকে হতাশ। তবে এরকম এর আগেও হয়েছে। যারপর আমরা ভালোভাবে কামব্যাক করতে পেরেছি। আশা করছি নতুন বছরে আমরা যেন ভালোভাবে কামব্যাক করতে পারি এবং নিজেদের আরো উন্নতি করতে পারি।'

আর এ উন্নতি কোথায় দরকার তারও ব্যাখ্যা দেন সাকিব, 'সব জায়গায় উন্নতি দরকার। খেলার সময়ও উন্নতি দরকার আছে। আবার খেলা ছাড়াও উন্নতি দরকার আছে। চেষ্টা থাকবে যে যে জায়গায় আইডেন্টিফাই করা যায়। একসঙ্গে সবাই বসে সেসব জায়গায় যেন উন্নতি করা যায়।'

Comments

The Daily Star  | English

Thousands march to Suhrawardy Udyan amid traffic diversions across Dhaka

The party’s first-ever political rally at the historic venue is scheduled to begin at 2:00pm

1h ago