বিপিএল ট্রফি জিতে বরিশাল যেতে চান সাকিব

Shakib Al Hasan

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) -এ প্রথমবারের মতো বরিশালের কোন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। টুর্নামেন্ট শুরুর আগে বরিশালের মানুষের সমর্থন আদায়ে বিভাগীয় শহরে যাওয়ারও কথা ছিল তার। তবে করোনা পরিস্থিতির অবনতিতে বাতিল হয়ে সে পরিকল্পনা। তবে সাকিব জানিয়েছেন, একবারে ট্রফি জিতেই বরিশাল যেতে চান তিনি।

বাংলাদেশের শীর্ষ অলরাউন্ডার সাকিব এর আগে বিপিএলে খেলেছেন খুলনা, রংপুর ও ঢাকার আলাদা চারটি ফ্র্যাঞ্চাইজিতে। বরিশালে খেলবেন প্রথমবার। ফরচুন বরিশালের হয়ে এই প্রথমকে শিরোপা দিয়ে রাঙাতে মুখিয়ে তিনি। হলে যা হবে বরিশালেরও প্রথম বিপিএল শিরোপা।

শনিবার দলটির হয়ে এক ভিডিও বার্তার এমনটাই জানান সাকিব,  'আমি খুবই রোমাঞ্চিত, এবার ফরচুন বরিশালের হয়ে খেলব। প্রথমবার বরিশালের হয়ে খেলার সুযোগ। চেষ্টা থাকবে সর্বোচ্চ, আমাদের দলের পক্ষ থেকে যেন বরিশালবাসীকে এই বিপিএল ট্রফিটা দিতে পারি।'

টুর্নামেন্ট শুরুর আগে বরিশাল যেতে না পারায় বরিশালবাসীর উদ্দেশ্যে দুখঃপ্রকাশ করার পাশাপাশি সাকিব তাদের দিচ্ছেন বড় আশা, 'আন্তরিকভাবে দুঃখিত (বরিশাল যেতে না পারায়)। কোভিড পরিস্থিতি যেভাবে খারাপ হচ্ছে এই জিনিসটা সবার জন্য ঝুঁকিপূর্ণ, সেকারণে যেতে পারিনি। তা নাহলে যেতাম, গেলে আমারও ভাল লাগত। আমিও খুব রোমাঞ্চিত ছিলাম যে সবার সঙ্গে দেখা হবে। আশা করি দূর থেকে আপনারা দলকে সমর্থন করবেন, এবং ট্রফিটা নিয়ে যেতে পারব।'

এবার বরিশালে সাকিব টি-টোয়েন্টির কিংবদন্তি ক্রিস গেইল, আফগানিস্তানের অফ স্পিনার মুজিব-উর-রহমান মতো তারকাকে। শ্রীলঙ্কান দানুশকা গুনাথিলেকা আসতে না পারায় বরিশাল পরে নিয়েছেন ডোয়াইন ব্র্যাভোকে। যিনিও টি-টোয়েন্টির বড় নাম। স্কোয়াড নিয়ে তাই বেশ স্বস্তিতে তিনি,  'দল নিয়ে আমি খুশি। আমার মনে হয় ভারসাম্যপূর্ণ দল আছে। প্রতিটা দলই ভাল, মাঠে ভাল পারফর্ম করতে হবে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।'

২১ জানুয়ারি বিপিএলের প্রথম ম্যাচেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সাকিবের ফরচুন বরিশাল।

বরিশাল স্কোয়াড:

বিদেশি: ক্রিস গেইল, মুজিব উর রহমান,ডোয়াইন ব্রাভো,জেইক লিন্টট,আলজারি জোসেফ

দেশি: সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলি, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সালমান হোসেন, ইরফান শুক্কুর ও মুনিম শাহরিয়ার

Comments

The Daily Star  | English
Fuel prices cut

Fuel prices cut by Tk 1 per litre

Tk 104 for diesel and kerosene, Tk 121 for petrol, and Tk 125 for octane

11m ago