বিশ্বকাপে জয়াবর্ধনেকে পাশে পাচ্ছে শ্রীলঙ্কা

খেলোয়াড়ি জীবনে ছিলেন শ্রীলঙ্কার অনেক সাফল্যের নায়ক। পরে কোচ হিসেবে নিজেকে অন্য ধাপে নিয়ে গিয়েছেন মাহেলা জয়াবর্ধনে। তবে তার কোচিং মেধার ফল পাচ্ছিল না নিজ দেশ। এবার বিশ্বকাপে স্বল্প সময়ের জন্য হলেও এই কিংবদন্তিকে পাশে পেল শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কা ক্রিকেট শুক্রবার এক বিবৃতিতে জানায়, বিশ্বকাপের প্রথম রাউন্ডে দলের পরামর্শ হিসেবে কাজ করবেন জয়াবর্ধনে। একইসঙ্গে অনূর্ধ্ব-১৯ দলেরও পরামর্শ করা হয়েছে তাকে।
আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হিসেবে জয়াবর্ধনে আছেন সংযুক্ত আরব আমিরাতে। মুম্বাইর সাফল্যের পেছনে বড় কারিগর মনে করা হয় তাকে। আইপিএল শেষ হলে জয়াবর্ধনের শুরু করবেন শ্রীলঙ্কার হয়ে কাজ।
বিশ্বকাপের মূল পর্বে উঠতে শ্রীলঙ্কা লড়বে নামিবিয়া, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে। ১৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত আছে প্রথম রাউন্ডে শ্রীলঙ্কার খেলা।
আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কার হয়ে ২৫ হাজার ৯৫৭ রানের মালিক যব বিশ্বকাপগামী দলের ক্রিকেটারদের দায়িত্ব নিতেও রাজী হয়েছেন। আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের আগে যুবাদের সঙ্গে কাজ লম্বা সময় নিয়ে করবেন তিনি
এই ডানহাতি কিংবদন্তি ব্যাটসম্যানকে পাশে পেয়ে উচ্ছ্বসিত লঙ্কান বোর্ড। এসএলসি প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা জানান জয়াবর্ধনের উপস্থিতি বাড়তে প্রেরণা দিবে ক্রিকেটারদের।
Comments