বিশ্বাস রাখতে পারেন, শান্ত আসলেই খুব ভালো: সিডন্স

Nazmul Hossain Shanto
ছবি: ফিরোজ আহমেদ

দারুণ প্রতিভা নিয়ে আসার পর আন্তর্জাতিক ক্রিকেটে আলো ছড়াতে না পারা ক্রিকেটারের সংখ্যা বাংলাদেশে কম নয়। নাজমুল হোসেন শান্ত সেই তালিকায় একটি সংযোজন কিনা এই আলোচনা জোরালো হচ্ছে দিন-দিন। তবে ব্যাটিং কোচ জেমি সিডন্স মনে করেন এই বাঁহাতি আসলেই বড় কিছু করার মতো সামর্থ্যবান।

লাল-সবুজ জার্সিতে শান্তর ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্যারিয়ার আগ বাড়েনি। বলার মতো কিছু না করায় ৮ ও ৬ ম্যাচেই আটকে আছে তা। টেস্টে তিনি পাচ্ছেন নিয়মিত সুযোগ। গুরুত্বপূর্ণ তিন নম্বর পজিশনে নামছেন। দলের হাল ধরার বদলে প্রায়ই বিপদ বাড়াচ্ছেন তিনি।

এখনো পর্যন্ত ১৭ টেস্ট খেলে ২ সেঞ্চুরিতে তার রান মোটে ৮২৮ রান। গড়টাও কেবল  ২৬.৭০। সম্প্রতি ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে শান্ত ছিলেন হতাশার নাম। তিন ইনিংস মিলিয়ে করেছেন কেবল ১১ রান।

শান্তর ব্যর্থতায় টপ অর্ডার হয়ে পড়েছেন নড়বড়ে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সামনে রেখে তবু এই তরুণের প্রতি ভরসা রাখার আহবান তার,  'আসল হুমকি তো নতুন বল। নতুন বলে ব্যাটিং আরও ভাল করতে হবে। মুমিনুল ছন্দে ফিরলে দারুণ হয়। শান্ত খুব ভাল ক্রিকেটার। আমার ওপর বিশ্বাস রাখতে পারেন, শান্ত আসলেই খুব ভালো। দলের জন্য ওর ছন্দে ফেরা দরকার। আমাদের উদ্বোধনী জুটি চট্টগ্রাম টেস্টে যেমন খেলেছে তেমন খেলা দরকার,'

'তামিম ও মুশফিক ছন্দে আছে। ভাল কিছু হতে পারে। তবে ২০ রান ৫ বা ২০ রানে ৪ উইকেট পড়ে গেলে ঘুরা দাঁড়ানো কঠিন। এটার সমাধানের পথ বের করতে হবে।'

লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ২৪ রানে ৫ ও ২৩ রানে ৪ উইকেট হারানোর মতো বাজে পরিস্থিতি সামলাতে হয়েছে বাংলাদেশ দলকে। সিডন্স মনে করেন নতুন বলটা সামলানো বেশ কঠিন হয়ে যাচ্ছে ব্যাটারদের,  'চাপের কারণ এমন হচ্ছে। নতুন বল সামলানো কঠিন। ইংল্যান্ডে চলতি টেস্টে দেখুন, তাদের ক্ষেত্রেও হয়েছে। এরকম হয়ে থাকে। নতুন বলে ব্যাটিং, দিনের শেষ ঘণ্টায় নতুন বল সামলানো কঠিন।'

মুশফিকুর রহিম ছন্দে আছেন। দারুণ ছন্দে আছেন লিটন দাস, তামিম ইকবালও শেষ সিরিজে পেয়েছেন এক সেঞ্চুরি। এবার মাহমুদুল হাসান জয়, আর শান্তর কাছে চাওয়া বাড়ছে ব্যাটিং কোচের, তবে তাদেরকে আরও সময় দেওয়ার পক্ষে তিনি,  'তরুণদের আরও ভাল খেলতে হবে সিনিয়ররা জ্বলে উঠেছে, তরুণদের এগিয়ে আসতে হবে। জয়কে নিয়ে ধৈর্য ধরুন। আর শান্ত কেবল ২-৩ বছর ধরে খেলছে। মাত্র ১৭ টেস্ট খেলল। ওদের নিয়ে তাই আমাদের সময় দিতে হবে।'

 

Comments

The Daily Star  | English

US tariff at 20% 'satisfactory', says Khosru

Will comment after knowing full details of the deal

1h ago