বিসিএলে সৌম্যের দারুণ সেঞ্চুরি

Soumya Sarkar

যখন ব্যাট করতে নেমেছিলেন দল ছিল শক্ত অবস্থানে। দুই ওপেনার মোহাম্মদ মিঠুন ও মিজানুর রহমানের এনে দেওয়া ভিত টেনে লিড বাড়ানোর দায়িত্ব ছিল সৌম্য সরকারের। সেই কাজটা দারুণভাবে করেছেন তিনি। আগ্রাসী এক সেঞ্চুরিতে দলকে নিয়ে গেছেন রানের পাহাড়ে।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার বিসিএলের ম্যাচে তৃতীয় সকালে ৩ উইকেটে ৫৬৩ রান করে ইনিংস ঘোষণা করেছে ওয়ালটন মধ্যাঞ্চল। ১৪৮ বলে ১০ চার, ১ ছক্কায় সৌম্য অপরাজিত থাকেন ১০৪ রানে।

১৪১ বলে পেসার নোমান চৌধুরীকে চার সেঞ্চুরিতে পৌঁছান সৌম্য। প্রথম শ্রেণীতে এটি তার চতুর্থ সেঞ্চুরি। এরপর মোসাদ্দেক হোসেন সৈকত ফিফটি স্পর্শ করলে ইনিংস ছেড়ে দেয় ওয়ালটন মধ্যাঞ্চল।

প্রথম ইনিংসে বিসিবি উত্তরাঞ্চল থেকে ৩৪৪ রানের বিশাল লিড হয়ে গেছে মধ্যাঞ্চলের। হাতে থাকা দেড় দিনের বেশি সময়ে ইনিংস হার এড়াতে ৩৪৪ করতে হবে উত্তরাঞ্চলকে। ম্যাচ বাঁচাতেও ব্যাট করতে হবে পাঁচ সেশনের বেশি।

আগের দিনের ২ উইকেটে ৪৩০ রান নিয়ে নেমে দ্রুত রান তুলতে থাকেন সৌম্য ও সালমান হোসেন। সালমান ৭৭ বলে ৫৩ করে থামলেও সৌম্য ছিলেন অবিচল। কোন রকম ভুল শট না খেলে ফিফটি তুলে তিনি ছুটতে থাকেন তিন অঙ্কের দিকে। মোসাদ্দেককে নিয়ে গড়ে উঠে তার আরেক জুটি।  চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন থেকে তারা দুজনে যোগ করেন ৯৭ রান।  ওয়ানডে মেজাজে ৫৭ বলে ৩ চার, ৩ ছক্কায় ৫০ করে অপরাজিত থাকেন মোসাদ্দেক।

টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেটে রানের মধ্যে আছেন সৌম্য। জাতীয় লিগের দুই ম্যাচ খেলে করেছিলেন ৫৭ ও ৬৫ রান। এবার করলেন অপরাজিত সেঞ্চুরি।

Comments