বিসিবি নির্বাচনে খালেদ মাহমুদ সুজনের বিশাল জয়

বিসিবির পরিচালনা পরিষদের নির্বাচনে বেশিরভাগ পদ নিয়েই উত্তাপ ছিল কম। কয়েকটি পদে একাধিক প্রার্থীই ছিল না। কয়েকটি পদে ভোট গ্রহণের আগেই কে নির্বাচিত হচ্ছেন সেই আভাস হয়ে যায় স্পষ্ট। একমাত্র কৌতূহলের ছিল খালেদ মাহমুদ সুজন ও নাজমুল আবেদিন ফাহিমের লড়াই। সেখানেও শেষ পর্যন্ত লড়াই হলো না। ফাহিমকে বিশাল ব্যবধানে হারিয়েছেন সুজন।
পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, সাবেক ক্রিকেটার, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধির নিয়ে ক্যাটাগরি -৩ থেকে মোট ৪৩ ভোটের মধ্যে ৩৭ ভোট পেয়ে জিতেছেন সুজন। মাত্র ৩ ভোট পেয়েছেন তার প্রতিদ্বন্দ্বী নাজমুল আবেদিন। এই নিয়ে টানা তৃতীয় দফায় বিসিবি পরিচালক নির্বাচিত হলেন সাবেক অধিনায়ক সুজন।
নির্বাচনে ফলাফল মেনে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন ফাহিম। এই ফলে তিনি বিব্রত নন বলে জানিয়েছেন, '৪২ ভোটের মধ্যে (আসলে ৪৩) আমি মাত্র ৩ ভোট পেয়েছি। কিন্তু এরপরও বিব্রত বোধ করছি না।'
বুধবার সকাল ১০টায় শুরু হবে বিসিবির পরিচালনা পরিষদের নির্বাচন। তাতে তিন ক্যাটাগরি মধ্যে বিজয়ী হয়েছেন ১৬ জন। প্রার্থী না থাকায় আগেই নির্বাচিত হয়েছিলেন ৭ জন। বিসিবির পরিচালনা পর্ষদে থাকবেন ২৫ পরিচালক। ২৩ জন আসছেন নির্বাচনি প্রক্রিয়ায়। বাকি দুজন আসছেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে।
বিসিবির সর্বশেষ কার্য নির্বাহী পর্ষদে গেম ডেভোলাপমেন্টের দায়িত্ব পালন করেন খালেদ মাহমুদ। এবারও তাকে গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে।
Comments