বুমরাহর তোপে লিড পেল ভারত

প্রথম ইনিংসে পুঁজিটা খুব বড় ছিল না ভারতের। ২২৩ রানের। তার উপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে এক পর্যায়ে ৪ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। স্পষ্টতই তখন বড় লিডের ইঙ্গিত দিচ্ছিল স্বাগতিকরা। সেখান থেকে জাসপ্রিত বুমরাহর তোপে পড়ে স্বাগতিকরা। উল্টো লিড পেয়ে যায় ভারত।
বুধবার কেপটাউনে তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে ৭০ রানে এগিয়ে আছে ভারত। এদিন দক্ষিণ আফ্রিকাকে তাদের প্রথম ইনিংসে ২১০ রানে গুটিয়ে প্রথম ইনিংসে ১৩ রানের লিড নেয় দলটি। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট নেমে ২ উইকেটে ৫৭ রান তুলে দিন শেষ করেছে সফরকারীরা।
আগের দিনের ১ উইকেটে ১৭ রান নিয়ে ব্যাট করতে নামা প্রোটিয়াদের শুরুটাই ভালো হয়নি। দিনের দ্বিতীয় বলেই বুমরাহর বলে বোল্ড হয়ে যান এইডেন মার্করাম। এরপর দলীয় ৪৫ রানে নাইটওয়াচম্যান কেশভ মহারাজকে ছাঁটাই করেন উমেশ যাদব। ফলে চাপে পড়ে যায় স্বাগতিকরা।
চতুর্থ উইকেটে রাসি ভ্যান ডুসেনকে নিয়ে দলের হাল ধরেন কিগান পিটারসেন। গড়েন ৬৭ রানের জুটি। ডুসেনকে ফিরিয়ে এ জুটি ভাঙেন যাদব। এরপর টেম্বা বাভুমার সঙ্গে ৪৭ রানের আরও একটি জুটি গড়েন পিটারসেন। তবে এ জুটি ভাঙতেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে প্রোটিয়ারা। স্কোরবোর্ডে ৫১ রান যোগ করতেই শেষ ৬টি উইকেট হারায় দলটি।
দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৭২ রানের ইনিংস খেলেন পিটারসেন। ১৬৬ বলের ইনিংসটি তিনি সাজিয়েছেন ৯টি চারের সাহায্যে। এছাড়া বাভুমা ২৮ ও মহারাজ ২৫ রান করেন। ভারতের পক্ষে ৪২ রানের খরচায় ৫টি উইকেট পেয়েছেন বুমরাহ। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন যাদব ও মোহাম্মদ শামি।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ২৪ রানে দুই ওপেনার লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগারওয়ালকে হারায় ভারত। এরপর চেতশ্বর পুজারাকে নিয়ে অবিচ্ছিন্ন ৩৩ রানের জুটি গড়ে দিন শেষ করেছেন অধিনায়ক বিরাট কোহলি। পুজারা ৯ ও কোহলি ১৪ রানে উইকেটে আছেন।
Comments