বুমরাহ: ৩৫ বছর পর ভারতের নেতৃত্বে কোনো পেসার

ছবি: টুইটার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। ফলে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন এজবাস্টন টেস্টে তিনি খেলতে পারছেন না। তার পরিবর্তে ভারতের সাদা পোশাকের দলকে নেতৃত্ব দেবেন জাসপ্রিত বুমরাহ। বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের পর এই প্রথম কোনো পেসার পেলেন অধিনায়কের গুরুদায়িত্ব।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুমরাহকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার রিশভ পান্ত।

গত ২৫ জুন করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ ফল আসে ডানহাতি তারকা ওপেনার রোহিতের। র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের (আরএটি) পর আরটি-পিসিআর টেস্টও বদলায়নি ফল। এদিন সকালে তার আরেকটি পরীক্ষার ফল এসেছে পজিটিভ। সেকারণে আইসোলেশনে থাকা রোহিতের লেস্টার থেকে বার্মিংহামেও যাওয়া হয়নি। তার জায়গায় কাকে খেলানো হবে তা নিয়ে এখনও চিন্তায় আছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

প্রথমবারের মতো ভারতকে নেতৃত্ব দিতে যাচ্ছেন ২৮ বছর বয়সী বুমরাহ। ১৯৩২ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর এই সংস্করণে দলটির ৩৬তম অধিনায়ক হতে যাচ্ছেন তিনি। আর ৩৫ বছর পর কোনো পেসার ভারতের অধিনায়কত্ব সামলাবেন। বুমরাহর আগে সবশেষ এই দায়িত্বে দেখা গিয়েছিল পেস বোলিং অলরাউন্ডার কপিলকে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিসিআই বলেছে, 'নতুন সূচিতে ইংল্যান্ডের বিপক্ষে (আগামীকাল) শুক্রবার থেকে শুরু হতে যাওয়া পঞ্চম টেস্ট থেকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা ছিটকে গেছেন। বৃহস্পতিবার সকালে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে রোহিতের করোনাভাইরাস পজিটিভ ফল এসেছে।'

আগামীকাল শুক্রবার বার্মিংহামের এজবাস্টনের শুরু হবে ভারত ও ইংল্যান্ডের পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্ট। প্রথম চারটি টেস্ট অনুষ্ঠিত হয়েছিল গত বছর। এরপর করোনাভাইরাসের হানায় পঞ্চম টেস্টের জন্য নতুন করে সূচি নির্ধারণ করা হয়। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত। সামনের ম্যাচে হার এড়াতে পারলেই ২০০৭ সালের পর প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতবে তারা।

ভারত টেস্ট দল:

জাসপ্রিত বুমরাহ (অধিনায়ক), রিশভ পান্ত (সহ-অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, হনুমা বিহারি, চেতেশ্বর পূজারা, কেএস ভরত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, প্রসিধ কৃষ্ণা, মায়াঙ্ক আগারওয়াল।

Comments

The Daily Star  | English

Fresh clash erupts between CU students, locals

Both sides were seen hurling brickbats and wielding sticks during the confrontation, turning the area into a battlefield

2h ago