বেঙ্গালুরুকে হারিয়ে শীর্ষে চেন্নাই

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শুরুটা ছিল দারুণ। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে তাদের হাতের নাগালেই আটকে রাখলেন চেন্নাই সুপার কিংসের বোলাররা। এরপর বাকি কাজটা ভাগাভাগি করে সারেন ব্যাটাররা। তাতে বেঙ্গালুরুর বিপক্ষে সহজ জয়ই মিলেছে চেন্নাইর।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রান করে বেঙ্গালুরু। জবাবে ৫ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছায় চেন্নাই। 

৯ ম্যাচে ৭ জয়ের চেন্নাইয়ের সংগ্রহ ১৪ পয়েন্ট। সমান ১৪ পয়েন্ট দিল্লি ক্যাপিটালসেরও। তবে রান রেটে এগিয়ে আছে চেন্নাই। ৯ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট বেঙ্গালুরুর।

লক্ষ্য তাড়ায় এদিন চেন্নাইয়ের শুরুটা হয় দারুণ। দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় ও ফাফ দু প্লেসি ওপেনিং জুটিতে এনে দেন ৭১ রান। এ জুটি ভাঙেন যুজবেন্দ্র চাহাল। স্কোরবোর্ডে কোনো রান যোগ না হতে দু প্লেসিকে তুলে নেন গ্লেন ম্যাক্সওয়েল। তাতে কিছুটা ম্যাচে ফিরে আসে বেঙ্গালুরু।

এরপর দলের হাল ধরেন মইন আলী ও আম্বাতি রাউডু। ৪৭ রানের জুটি গড়ে জয়ের ভিত করে দেন তারা। এরপর এ দুই ব্যাটার আউট হয়ে গেলে বাকি কাজ সুরেশ রায়নাকে নিয়ে শেষ করেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন ঋতুরাজ। ২৬ বলে ৪টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। ২২ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ৩২ রান করেন রাইডু। ২৬ বলে ২টি করে চার ও ছক্কায় ৩১ রান করেন দু প্লেসি।

বেঙ্গালুরুর পক্ষে ২৫ রানের খরচায় ২টি উইকেট পান হার্শাল প্যাটেল।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে বেঙ্গালুরু। দুই ওপেনার দেবদূত পাডিক্কাল ও অধিনায়ক বিরাট কোহলির ওপেনিং জুটিতেই আসে ১১১ রান। রানের গতিও সচল রেখেছিলেন এ দুই ব্যাটার। পাওয়ার প্লেতে ৫৫ রান করার পর দলীয় সেঞ্চুরি পূরণ করেন ৬৭ বলে।

কিন্তু এ দুই ব্যাটার আউট হওয়ার পর পরের দিকের ব্যাটাররা সে অর্থে রান তুলতে পারেননি। শেষ সাত ওভারে মাত্র ৪৫ রান তুলতে পারে দলটি। ফলে সাদামাটা স্কোর নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দলটিকে।

দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলেন পাডিক্কাল। ৫০ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় সাহায্যে এ রান তুলেছেন এ ব্যাটার। ৪১ বলে ৫৩ রানের ইনিংস খেলেন অধিনায়ক কোহলি। ৬টি চার ও ১টি ছক্কা এ রান সংগ্রহ করেন তিনি।

চেন্নাইর পক্ষে ২৪ রানের খরচায় ৩টি উইকেট নিয়েছেন ডোয়াইন ব্রাভো। শার্দুল ঠাকুর ২৯ রানের বিনিময়ে পেয়েছেন ২টি উইকেট।

Comments

The Daily Star  | English
Polytechnic students protest Bangladesh 2025

Polytechnic students issue 48-hr ultimatum over six-point demand

Threaten a long march to Dhaka if govt doesn't respond to demands

58m ago