ভারতকে ইনিংস ব্যবধানে হারাল ইংল্যান্ড

ইংলিশদের ফের ব্যাটিংয়ে নামানো লক্ষ্যে লড়াইটা দারুণ করেছিলেন চেতশ্বর পুজারা। সঙ্গী হিসেবে পেয়েছেন রোহিত শর্মা ও অধিনায়ক বিরাট কোহলিকে। কিন্তু তরুণ পেসার ওলি রবিনসনের তোপে পড়ে প্রতিরোধ ভাঙে তাদের। এরপর আর কোনো ব্যাটসম্যান দায়িত্ব নিতে ব্যর্থ হলে ইনিংস ব্যবধানেই হারতে হয় ভারতকে।

হেডিংলি টেস্টে ভারতকে ইনিংস ও ৭৬ রানের বড় ব্যবধানেই হারায় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ২৭৮ রানে অলআউট হয়ে যায় ভারত। প্রথম ইনিংসে মাত্র ৭৮ রানে গুটিয়ে যাওয়ায় কাল হয়ে দাঁড়ায় সফরকারীদের। ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে করেছিল ৪৩২ রান। পাঁচ ম্যাচ সিরিজে ১-১ সমতা আনলো স্বাগতিকরা।

তৃতীয় দিন শেষেও বেশ লড়াইয়ের আভাস দিয়েছিল ভারত। ২ উইকেটে ২১৫ রান তুলেছিল দলটি। কিন্তু এদিন কোনো রান যোগ না করেই বিদায় নেন পুজারা। আগের দিনের করা ব্যক্তিগত ৯১ রানেই ফিরেছেন। মূলত রবিনসনের তোপে পড়ে দলটি। তখন থেকেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতীয়দের ব্যাটিং লাইন আপ। শেষ আটটি উইকেট হারায় মাত্র ৬৩ রান তুলতেই।

এদিন এক রবিন্দ্র জাদেজাই কিছুটা চেষ্টা করেছিলেন। তবে কিছুটা আগ্রাসী ঢঙ্গে নেমেছিলেন। সেট হয়ে আউট হয়ে গেছেন ৩০ রানে। বাকি ব্যাটসম্যানরা আসা যাওয়ার মধ্যেই ছিলেন। ফলে বড় হার মানতে বাধ্য হয় দলটি।

রবিনসনের সঙ্গে এদিন দারুণ বোলিং করেছেন ক্রেইগ ওভারটনও। ভারতের ব্যাটিং লাইন আপ ভেঙে দেন এ দুই পেসারই। ৬৫ রানের খরচায় ৫টি উইকেট তুলে নিয়েছেন রবিনসন। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ৩টি শিকার ওভারটনের। অসাধারণ বোলিং করলেও জেমস অ্যান্ডারসন উইকেট পেয়েছেন ১টি।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত প্রথম ইনিংস: ৭৮

ইংল্যান্ড প্রথম ইনিংস: ৪৩২

ভারত দ্বিতীয় ইনিংস: ৯৯.৩ ওভারে ২৭৮ (রোহিত ৫৯, রাহুল ৮, পুজারা ৯১, কোহলি ৫৫, রাহানে ১০, পান্ত ১, জাদেজা ৩০, শামি ৬, ইশান্ত ২, বুমরাহ ১*, সিরাজ ০; অ্যান্ডারসন ১/৬৩, রবিনসন ৫/৬৫, ওভারটন ৩/৪৭, কারান ০/৪০, মঈন ১/৪০, রুট ০/১৫)।

ফলাফল: ইংল্যান্ড ইনিংস ও ৭৬ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: ওলি রবিনসন (ইংল্যান্ড)

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

2h ago