ভারতকে হোয়াইটওয়াশ করেই ছাড়ল দ. আফ্রিকা

দুর্দান্ত এক সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে বড় পুঁজিই এনে দেন কুইন্টন ডি কক। সে লক্ষ্য তাড়ায় লড়াইটা দারুণ করে ভারত। এক পর্যায়ের জয়ের সম্ভাবনাও তৈরি করেছিল তারা। কিন্তু শেষ দিকে প্রোটিয়া বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আর পেরে ওঠেনি দলটি। ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকাই। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করেই ছাড়ল টেম্বা বাভুমার দল।
কেপটাউনে রোববার ভারতকে ৪ রানের ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে ২৮৭ রানে গুটিয়ে যায় তারা। জবাবে ৪ বল বাকি থাকতে ২৮৩ রানে অলআউট হয় সফরকারী ভারত।
অথচ লক্ষ্য তাড়ায় দলীয় ১৮ রানে ওপেনার লোকেশ রাহুলকে হারালেও দ্বিতীয় উইকেটে শেখর ধাওয়ান ও বিরাট কোহলির ব্যাটে দারুণ লড়াইয়ের আভাষ দেয় ভারত। স্কোরবোর্ডে ৯৮ রান যোগ করেন এ দুই ব্যাটার। পরে অবশ্য ২ রানের ব্যবধানে দুটি উইকেট তুলে ম্যাচে ফেরে প্রোটিয়ারা।
দ্রুত উইকেট হারানোর পর কোহলি সঙ্গে জুটি বাঁধেন শ্রেয়াস আইয়ার। স্কোরবোর্ডে ৩৮ রান যোগ করেন। এরপর কোহলি বিদায় নিলে সূর্যকুমার যাদবের সঙ্গেও ৩৯ রানের জুটি গড়েন তিনি। এরপর ২৮ রানের ব্যবধানে এ দুই সেট ব্যাটারসহ আরও একটি উইকেট হারায় ভারত।
অষ্টম উইকেটে জাসপ্রিত বুমরাহকে নিয়ে দলের হাল ধরেন দিপক চাহার। ৫৫ রানের দারুণ এক জুটি গড়ে দলকে জয়ের স্বপ্নও দেখান তিনি। মূলত দিপক চাহারের ব্যাটেই স্বপ্ন দেখতে শুরু করে তারা। কিন্তু তার বিদায়ের পরই বদলে যায় পরিস্থিতি। ৫ রানের ব্যবধানে শেষ ৩টি উইকেট হারালে হোয়াইটওয়াশ নিশ্চিত হয় ভারতের।
দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রানের ইনিংস খেলেন কোহলি। ৮৪ বলে ৫টি চারের সাহায্যে এ রান করেন তিনি। ৭৩ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৬১ রান করেন শেখর ধাওয়ান। ৩৪ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৫৪ রান করেন দিপক। এছাড়া সূর্যকুমার ৩৯ ও আইয়ার ২৬ রান করেন।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ২১ রানের খরচায় ৩টি উইকেট নিয়েছেন মার্করাম। ৩টি উইকেট পেয়েছেন লুঙ্গি এনগিডিও। এছাড়া ২টি শিকার ডোয়াইন প্রিটোরিয়াস।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালো হয়নি। দলীয় ৮ রানে ওপেনার ইয়ানেমান মালান হারায় দলটি। দলীয় ৩৪ রানায় হারায় অধিনায়ক টেম্বা বাভুমা। এরপর এইডেন মার্করামকে নিয়ে ৩৬ রানের জুটি গড়ে প্রাথমিক চাপ কাটানোর চেষ্টা করেন আরেক ওপেনার কুইন্টন ডি কক।
দলীয় ৭০ রানে মার্করাম আউট হলে রাসি ভ্যান ডার ডুসেনকে দলের হাল ধরেন ডি কক। স্কোরবোর্ডে ১৪৪ রান যোগ করেন এ দুই ব্যাটার। এরপর অবশ্য ৪ রানের ব্যবধানে এ দুই সেট ব্যাটারকে তুলে নেয় ভারত। আর ১০ রান যোগ করতে আন্দিল ফেলুকুয়ায়োকে তুলে নিয়ে দারুণভাবে ম্যাচে ফেরে সফরকারী দলটি। তবে সপ্তম উইকেটে ডোয়াইন প্রিটোরিয়াসের সঙ্গে ৪৪ রানের জুটি গড়ে পুঁজি বাড়ান ডেভিড মিলার।
ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরি তুলে নিয়ে দলের পক্ষে সর্বোচ্চ ১২৪ রানের ইনিংস খেলেন ডি কক। ১৩০ বলে ১২টি চার ও ২টি ছক্কায় এ রান করেন এ ওপেনার। ৫৯ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ৫২ রানের ইনিংস খেলেন ডুসেন। এছাড়া মিলার খেলেন ৩৯ রানের ইনিংস।
ভারতের পক্ষে ৫৯ রানের খরচায় ৩টি উইকেট পান প্রসিধ কৃষ্ণা। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন দিপক চাহার ও জাসপ্রিত বুমরাহ।
Comments