ভারতের বিশ্বকাপ দলে অশ্বিন

অনেকদিন ধরেই ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা মিলছিল না রবীচন্দ্রন অশ্বিনের। ২০১৭ সালে খেলেছিলেন শেষ ম্যাচ। তবে এই সময়ে প্রতিবারই আইপিএলে দেখিয়েছেন ঝলক, দলে ফেরার দাবি জানিয়েছেন বারবার। অবশেষে বড় আসরে দুয়ার খুলল চ্যাম্পিয়ন এই স্পিনারের। অশ্বিনকে নিয়েই বিশ্বকাপের দল দিয়েছে ভারত।
বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। তাতে বড় চমক চার বছর পর অশ্বিনের ফেরা এবং যুজবেন্দ্র চাহালের না থাকা।
১৫ জনের স্কোয়াডে একজন পেস অলরাউন্ডারসহ মোট চার পেসার রেখেছে ভারত। জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমারের পাশাপাশি পেসে ভরসা হার্দিক পান্ডিয়া।
অশ্বিনের মতই আছেন স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে এছাড়াও আছেন আক্সার প্যাটেল, রাহুল চাহার ও বরুণ চক্রবর্তী। জায়গা পাননি চাহাল।
অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে রোহিত শর্মা, লোকেশ রাহুল, রিশভ পান্ত, সূর্যকুমার যাদব ও তরুণ ইশান কিশানকে নিয়ে ব্যাটিং লাইনআপ বেশ শক্তিশালী ভারতীয়দের।
এবার বিশ্বকাপে সুপার টুয়েলভে 'বি' গ্রুপে পড়েছে ভারত। আগামী ২৪ অক্টোবর দুবাইতে ভারতের প্রথম প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রিশভ পান্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, রবীচন্দ্রন অশ্বিন, আক্সার প্যাটেল, ইশান কিশান, রাহুল চাহার, বরুণ চক্রবর্তী।
Comments